• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হামজার জোড়া গোলের পরও নিশ্চিত জয় হাতছাড়া করল বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ১৩, ২০২৫, ১০:৩৮ পিএম
হামজার জোড়া গোলের পরও নিশ্চিত জয় হাতছাড়া করল বাংলাদেশ

শেষ বাঁশি বাজানোর আগমুহূর্তে আবারও সেই চেনা হতাশা—ইনজুরি টাইমে গোল হজম করে নিশ্চিত জয় হাতছাড়া করল বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নেপালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

প্রথমার্ধে রক্ষণভাগের ভুলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। তবে বিরতির পর অসাধারণ প্রত্যাবর্তন ঘটান ব্রিটিশ-বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরী। তার জোড়া গোলেই ম্যাচে ফিরেছিল বাংলাদেশ।

২৯তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন নেপালের রোহিত চাঁদ। সেই এক গোলেই প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ম্যাচের চিত্র পাল্টে যায়। ৪৭ মিনিটে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান হামজা চৌধুরী। স্টেডিয়ামে তখন উচ্ছ্বাসের জোয়ার। তিন মিনিট পরই (৫০ মিনিটে) পেনাল্টি পায় বাংলাদেশ, স্পট কিক থেকে আবারও গোল করেন হামজা—২-১ ব্যবধানে এগিয়ে যায় লাল-সবুজের দল।

এরপর কোচ ক্যাবরেরা কৌশলগত পরিবর্তন আনেন—জুনিয়র সোহেল রানার জায়গায় নামান শামিত সোমকে, আর শেষ দিকে বিশ্রাম দেন গোলদাতা হামজাকে। কিন্তু সেই সিদ্ধান্তই শেষ পর্যন্ত ভোগায় দলকে।

ইনজুরি সময়ে কর্নার থেকে পাওয়া বল ব্যাক হিলে জালে পাঠান নেপালের অনন্ত তামাং। হতভম্ব হয়ে যায় বাংলাদেশের ডিফেন্স, থমকে যায় গ্যালারির উল্লাস।

শেষ পর্যন্ত ২-২ গোলে সমতায় শেষ হয় ম্যাচ, ইনজুরি টাইমের অভিশাপ যেন আবারও তাড়া করল বাংলাদেশকে।

এম

Wordbridge School
Link copied!