• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২২, ২০২৫, ১১:৫০ এএম
৪৯১ রানের লিড নিয়ে লাঞ্চে বাংলাদেশ

অনেকটা ওয়ানডে মেজাজেই খেলছেন মুশফিক ও মুমিনুল। দুজনে মিলে এখন পর্যন্ত ১৪৯ বলে তুলেছেন ১০৬ রান। আজ প্রথম সেশনের শুরুর দিকে সাদমান ও নাজমুল ফিরে গেলেও আয়ারল্যান্ডকে একটুও ম্যাচে ফেরার সুযোগ দেননি এই দুজন। ৭৯ রান নিয়ে লাঞ্চে গেছেন মুমিনুল, ৪৪ রানে মুশফিকুর। দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড এখন ৪৯১ রান।

এর আগে, চতুর্থ দিনের শুরুতে ৬ বলের মধ্যে দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৭৮ রান করে সাদমান ইসলাম সাজঘরে ফেরার পর ১ রান করে আউট হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও।

শনিবার (২২ নভেম্বর) ১ উইকেটে ১৫৬ রান নিয়ে ব্যাটিং করতে নামে স্বাগতিকরা। প্রথম ৩ ওভারেই একটি করে বাউন্ডারি আসে। যার দুটি সাদমানের ব্যাট থেকে আর অন্যটি মুমিনুলের।

দুই ব্যাটারকেই আত্মবিশ্বাসী মনে হলেও ম্যাকব্রাইনের বলে ৭৮ রান করে আউট হন সাদমান লেগ বিফোরের ফাঁদে পড়ে। দ্বিতীয় টেস্টেও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে সুযোগ হাতছাড়া করলেন তিনি। ১৭৩ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ।

উইকেটে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৫ বল পর নেইল জর্ডানের টেস্ট ক্যারিয়ারের প্রথম শিকারে পরিণত হন তিনি মাত্র ১ রান করে। গালিতে ক্যাচ দেন আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নির হাতে। ১৭৪ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ।

এম

Wordbridge School
Link copied!