• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মোস্তাফিজের ক্ষতিপূরণ বিষয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ৬, ২০২৬, ০৩:৫১ পিএম
মোস্তাফিজের ক্ষতিপূরণ বিষয়ে যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

ফাইল ছবি

বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ পড়লেও আইপিএল থেকে কোনো আর্থিক ক্ষতিপূরণ পাচ্ছেন না বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। চুক্তি বাতিলের পেছনে তাঁর ব্যক্তিগত কোনো ভূমিকা না থাকলেও আইপিএলের বর্তমান বিমা নীতির কারণে ক্ষতিপূরণের সুযোগ থাকছে না।

আইপিএলের নিলামে চেন্নাই সুপার কিংস ও দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তীব্র প্রতিযোগিতার পর ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কয়েকটি হিন্দুত্ববাদী গোষ্ঠীর আন্দোলনের মুখে বিসিসিআই হস্তক্ষেপ করলে শেষ পর্যন্ত বাংলাদেশি এই বাঁহাতি পেসারকে ছাড়তে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

মোস্তাফিজের চুক্তি বাতিল ঘিরে খেলোয়াড়দের অধিকার নিয়ে প্রশ্ন উঠলেও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আইপিএলের বিমা কাঠামোয় এ ধরনের ঘটনার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কোনো বিধান নেই।

সংবাদ সংস্থা পিটিআইকে আইপিএল সংশ্লিষ্ট এক ব্যক্তি জানান, আইপিএলের সব খেলোয়াড়ের বেতন বিমাকৃত হলেও বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ক্যাম্পে যোগ দেওয়ার পর বা টুর্নামেন্ট চলাকালে চোট পেলে ফ্র্যাঞ্চাইজি অর্থ পরিশোধ করে। সেক্ষেত্রে বিমা থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত অর্থ পাওয়া যায়। তবে রাজনৈতিক বা প্রশাসনিক কারণে চুক্তি বাতিল হলে সেটি বিমার আওতায় পড়ে না।

তার ভাষ্য অনুযায়ী, এই পরিস্থিতিতে কেকেআরের মোস্তাফিজকে কোনো অর্থ দেওয়ার আইনি দায় নেই। বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও আইনি পথ ছাড়া তার সামনে আর কোনো বিকল্প নেই।

তবে আইনি পদক্ষেপ নেওয়াও সহজ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আইপিএল ভারতীয় আইনের অধীন হওয়ায় কোনো বিদেশি ক্রিকেটার সাধারণত এই পথে যেতে আগ্রহী হন না। এমনকি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসেও যাওয়ার ঝুঁকি খুব কমই নেন তারা।

সূত্রের মতে, রাজনৈতিক বাস্তবতাও বড় একটি বাধা। ভারত ও বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক ভারত-পাকিস্তানের মতো নয়। পরিস্থিতি আগামী বছরই বদলে যেতে পারে। এমন অনিশ্চয়তার মধ্যে দীর্ঘ আইনি লড়াইয়ে নামতে কোনো ক্রিকেটারই সাধারণত আগ্রহী হন না।

মোস্তাফিজের এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে বিসিবি।

নিলামে কোটি টাকার মূল্য, কিন্তু মাঠে নামার আগেই শূন্য হাতে ফিরে আসা—মোস্তাফিজের ঘটনা আইপিএলে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।

এসএইচ 

Wordbridge School
Link copied!