ফাইল ছবি
ঢাকা: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশ ক্রিকেট দলকে অবশ্যই ভারতে যেতে হবে, নইলে পয়েন্ট কাটা যাবে- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে এমন কোনো বাধ্যবাধকতা বা নির্দেশ দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি বলেছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি আরও জানিয়েছে, টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ ও নিরবচ্ছিন্ন অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আইসিসি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
এর আগে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সাইট ইএসপিএনক্রিকইনফো জানিয়েছিল, মঙ্গলবার অনুষ্ঠিত এক ভার্চুয়াল বৈঠকে আইসিসি বিসিবিকে জানায়, নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজনের অনুরোধ তারা প্রত্যাখ্যান করেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে আরও বলা হয়, আইসিসির পক্ষ থেকে বিসিবিকে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে হলে বাংলাদেশ দলকে ভারত সফর করতেই হবে, নয়তো পয়েন্ট হারানোর ঝুঁকি তৈরি হবে।
তবে এ দাবিকে প্রত্যাখ্যান করে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কিছু গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদনে বলা হচ্ছে, বোর্ডকে এই বিষয়ে "আলটিমেটাম" দেওয়া হয়েছে। বিসিবি স্পষ্টভাবে জানাচ্ছে, এই দাবিগুলো সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও অসত্য। আইসিসি থেকে প্রাপ্ত বার্তার বিষয়বস্তু বা ধরনের সঙ্গে এ ধরনের খবরের কোনো মিল নেই।'
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড জাতীয় দলের নিরাপত্তা এবং খেলোয়াড়দের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়ে তাদের অবস্থানে অটল রয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের সফল ও স্বাচ্ছন্দ্যপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বিসিবি আইসিসি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পেশাদার ও সহযোগিতামূলক উপায়ে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে, যাতে একটি সন্তোষজনক ও বাস্তবসম্মত সমাধান খুঁজে বের করা সম্ভব হয়।'
পিএস







































