• ঢাকা
  • শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সাফে নারী ফুটবলারদের উড়ন্ত সূচনা


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৩১, ২০২৬, ০৩:১৪ পিএম
সাফে নারী ফুটবলারদের উড়ন্ত সূচনা

ছবি : সংগৃহীত

ঢাকা: সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে ভুটানের বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের মেয়েরা প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলের ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে।

শনিবার (৩১ জানুয়ারি) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। বার বার প্রতিপক্ষে বক্সে বল নিয়ে গেলেও ফিনিশিংয়ের অভাবে গোল পাচ্ছিল না বাংলাদেশ।

তবে ম্যাচের চিত্র বদলে যায় ২৭ মিনিটের পর। কর্ণার থেকে বাঁকানো শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন মামুনি চাকমা। বিরতিতে যাওয়ার আগে আরও ৩ গোল হজম করে ভুটান।

৪২তম মিনিটে ডান থেকে দুর্দান্ত আক্রমণ শাণায় বাংলাদেশ। ক্রস বল বক্সে দলকে দ্বিতীয় গোল এনে দেন তৃষ্ণা রাণী। ১ মিনিট পর ব্যবধান ৩-০ করে মুনকি আক্তার। এরপর অতিরিক্ত সময়ে শেষ দিকে পূজা দাশের দুর্দান্ত ক্রস থেকে নিজেদের দ্বিতীয় গোল তুল নেন মুনকি। এতে ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আরও ভয়ংকর রূপ ধারণ করে বাংলাদেশ। ৫৩ তম মিনিটে বক্সের বাইরে থেকে জোরালো শটে ভুটানের গোলরক্ষককে পরাস্ত করেন তৃষ্ণা রানী। ৫৯ মিনিটে আবারও বক্সের বাইরে থেকে নিজের পায়ে জাদু দেখান তিনি।

৭৩ মিনিটে ব্যবধান ৭-০ করেন অপি আক্তার। ৮০তম মিনিটে ভুটানের ডিফেন্ডারদের বোকা বানিয়ে নিজের হ্যাটট্রিক পূরণ করেন মুনকি আক্তার। ৫ মিনিট পর আবারও গোল পায় অপি। এতে ব্যবধান দাঁড়ায় ৯-০ তে।

তবু থামেনি বাংলাদেশের গোল উৎসব। অতিরিক্ত সময়ে আরও ২ গোল হজম করতে হয়েছে ভুটানকে। (৯০+২) মিনিটে ব্যবধান ১০ শূন্য করেন মুনকি আক্তার। আর দলের শেষ গোলটা করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

পিএস

Wordbridge School
Link copied!