• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

৫০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৭, ২০২৩, ১১:৪৮ এএম
৫০ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত

ঢাকা : টানা ভারি বর্ষণের মধ্যে শুক্রবার (৬ অক্টোবর) কিশোরগঞ্জের নিকলীতে ৪৭৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা পাঁচ দশকের মধ্যে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, লঘুচাপের প্রভাব ও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে টানা ভারি বর্ষণ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে , এ সময়ে নিকলীতে ৪৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে, যা এ বছরের মধ্যে সর্বোচ্চ।

জানা যায়, এ পর্যন্ত একদিনে দেশে সর্বোচ্চ ৫৯০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপে, ২০০১ সালের ১৪ জুনে। চট্টগ্রামেই ২০১২ সালের ২৬ জুন দ্বিতীয় সর্বোচ্চ ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত নথিবদ্ধ হয়।

এমটিআই

Wordbridge School
Link copied!