• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কমেছে তাপমাত্রা, ২৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা 


নিজস্ব প্রতিবেদক মে ১৯, ২০২৪, ০৯:১৭ এএম
কমেছে তাপমাত্রা, ২৮ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা 

ঢাকা: দেশে বৃষ্টির প্রবণতা আরো কয়েকদিন থাকার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সারাদেশের উপর দিয়ে দাবদাহ বয়ে গিয়েছিল, কয়েকদিনের বৃষ্টিপাতে কমে এসেছে তার বিস্তার।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ২২ বা ২৩ মের দিকে বঙ্গোপসাগরে লঘুচাপ তৈরির সম্ভাবনা আছে। “এখন পর্যন্ত এটার মুভমেন্টটা ভারতের উড়িষ্যার দিকে। তৈরি না হওয়ার আগ পর্যন্ত বলা যাচ্ছে না বাংলাদেশে আঘাত হানবে কি না, তবে ২৭ তারিখের দিকে উপকূলে আসতে পারে।”

২৮ তারিখ পর্যন্ত দেশে বৃষ্টিপাত থাকবে, তবে লঘুচাপ তৈরির সময় তাপমাত্রা বাড়তে পারে বলে জানান তিনি। শনিবার সন্ধ্যার বুলেটিনে বলা হয়, গোপালগঞ্জ, রাজশাহী, নোয়াখালী, কক্সবাজার, বাগেরহাট, যশোর, সাতক্ষীরা, পটুয়াখালী ও ভোলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

এদিন বাগেরহাটের মোংলায় দেশের সর্বোচ্চ ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঢাকার তাপমাত্রা সর্বোচ্চ ওঠে ৩১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে, ১০১ মিলিমিটার। এর বাইরে ফেনী, ময়মনসিংহ, চাঁদপুর চট্টগ্রামের সন্দ্বীপসহ দেশের বিভিন্ন জায়গায় কমবেশি বৃষ্টি হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এর মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

চলতি মৌসুমে ৩১ মার্চ থেকে তাপপ্রবাহ শুরু হয়, যা ৬ মে পর্যন্ত টানা ৩৭ দিন ধরে চলে। এরপর গত সপ্তাহে ঝড়-বৃষ্টির প্রবণতায় কিছুটা স্বস্তি ফেরে। নতুন করে তাপপ্রবাহ শুরু হয় গত সোমবার থেকে। সেদিন সাত জেলায় দাবদাহ ছিল; পরে তা ধীরে ধীরে সারা দেশে ছড়িয়ে পড়ে।

বুধবার দেশের বেশিরভাগ এলাকাজুড়ে তাপপ্রবাহের মধ্যে দুই দিনের সতর্কবার্তা জারি করা হয়। এরপর শুক্রবারও একই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত ওই সতর্কবার্তায় বলা হয়, ঢাকা বিভাগের পশ্চিমাঞ্চলসহ রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অব্যাহত থাকতে পারে।

তবে তাপমাত্রা ৪০ ডিগ্রির উপরে ওঠার আশঙ্কা নেই বলেই জানিয়েছেন আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম।তিনি বলেন, “২০ মের কাছাকাছি সময়ে সারাদেশে ভালো বৃষ্টির সম্ভাবনা আছে, সর্বোচ্চ ৩/৪ দিন স্থায়ী হতে পারে সেই বৃষ্টি। এর আগে যা হবে তা ততটা প্রভাব ফেলবে না। বৃষ্টির পর আবার তাপপ্রবাহ আসতে পারে।”

এআর

Wordbridge School
Link copied!