• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৫৫ এএম
আজ রাত থেকে ৪৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজের কারণে আজ বুধবার (২৯ অক্টোবর) রাত থেকে টানা ৪৮ ঘণ্টা দেশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (তিতাস গ্যাস) মঙ্গলবার (২৮ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হরিপুর ভাল্ভ স্টেশন মডিফিকেশন এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ও তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের আন্তঃসংযোগ ও আইসোলেশন কাজের জন্য বুধবার রাত ১০টা থেকে শুক্রবার (৩১ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এই সময়ের মধ্যে ইজিসিবি ৪১২ মেগাওয়াট, ৩৩৫ মেগাওয়াট ও ২×১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, সিটি ইকোনমিক জোন, রহিম এনার্জি লিমিটেড, কাঁচপুর, যাত্রামুড়া, মদনপুর, বন্দর, রূপগঞ্জ, কাঞ্চন, মুড়াপাড়া, ভুলতা, আধুরিয়া, আড়াইহাজার, শ্যামপুর (বিসিক এলাকা) এবং আশপাশের পুরো নারায়ণগঞ্জ জেলার পশ্চিমাঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ অনুভূত হতে পারে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস তাদের বিজ্ঞপ্তিতে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং এই সময়ে প্রয়োজন ছাড়া গ্যাসচালিত যন্ত্রপাতি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে।

এম

Wordbridge School
Link copied!