• ঢাকা
  • বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর ১৬ এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে আজ


নিউজ ডেস্ক জানুয়ারি ২, ২০২৬, ০৬:৫২ এএম
রাজধানীর ১৬ এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে আজ

পাইপলাইনের জরুরি সংস্কার কাজের জন্য আজ শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর ১৬টি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা এসব এলাকায় বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে। এলাকাগুলো হলো— ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর এবং গোপীবাগ। এসব এলাকার আশপাশের এলাকাগুলোতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। 

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএসগামী পাইপলাইনের প্রায় ৫৮০ ফুট অংশ মানিকদিয়া এলাকায় উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এই পাইপলাইন পুনর্বাসন কাজ করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস কর্তৃপক্ষ। 

এম

Wordbridge School
Link copied!