• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অসুস্থ হয়ে পড়ছে শূন্যরেখার রোহিঙ্গা শিশুরা


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানুয়ারি ২১, ২০১৯, ১২:৫৪ পিএম
অসুস্থ হয়ে পড়ছে শূন্যরেখার রোহিঙ্গা শিশুরা

ঢাকা : শীতে অসুস্থ হয়ে পড়ছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার অপেক্ষায় খোলা আকাশের নিচে থাকা রোহিঙ্গা শিশুরা। উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যান মান্নান বলেন, অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৭ শিশু রয়েছে। বাকি ছয়জন নারী ও আটজন পুরুষ। তীব্র শীতে খোলা আকাশের নিচে থাকায় শিশুরা অসুস্থ হয়ে পড়ছে। রোববার সকালে ভারতীয় সীমান্তরক্ষীরা তাদের খবার সরবরাহ করেছেন বলেও মান্নান জানান।

এদিকে বিজিবি জানিয়েছে, উপজেলার কাজিয়াতলী সীমান্তে ৩১ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু সীমান্তরেখায় অবস্থান করছে। তাদের বাংলাদেশে ঢুকানোর চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কবীর সাংবাদিকদের বলেন, সীমান্তের শূন্যরেখায় অবস্থানকারীরা বাংলাদেশের নাগরিক নয়। ফলে প্রবেশ করতে দেওয়া হয়নি। তিনি জানান, কসবা সীমান্তে অপেক্ষায় থাকা রোহিঙ্গাদের বিএসএফ যেন বাংলাদেশে ঢোকাতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাত লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তাদের কক্সবাজারের কুতুপালংসহ বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। এর বাইরে গত কয়েক দশকে বাংলাদেশে আসা আরো প্রায় চার লাখ রোহিঙ্গার ভার বহন করে চলেছে বাংলাদেশ।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!