• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল দেখাবে না পাকিস্তান, ক্ষতিগ্রস্ত ভারত!


ক্রীড়া ডেস্ক মার্চ ২৩, ২০১৯, ০৩:১৮ পিএম
আইপিএল দেখাবে না পাকিস্তান, ক্ষতিগ্রস্ত ভারত!

ছবি: সংগৃহীত

ঢাকা: জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলা ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এখনও হামলা পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে। বৈরি সম্পর্কের জেরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) খেলা সম্প্রচার করেনি ভারত। শনিবার থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) সম্প্রচার করবে না পাকিস্তান। পাক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

পাকিস্তানের দাবি, আইপিএল পাকিস্তানে সম্প্রচার না করলে এর যে পরিমাণ দর্শক কমবে তাতে ভারত ক্ষতিগ্রস্ত হবে। দেশটির তথ্যমন্ত্রী ফাওয়াদ আহমেদ চৌধুরী বলেন, ‘পিএসএলএর সময়ে ভারতীয় সরকার ও বিভিন্ন কোম্পানি যেভাবে আমাদের ক্রিকেট ও খেলোয়াড়দের হেয় করেছে, তারপর কোনোভাবেই আমরা আমাদের দেশে আইপিএল সম্প্রচার হতে দিতে পারি না।’

যদিও ভারতের মত এমন সিদ্ধান্ত এত সহজেই নিতে পারেননি তারা। রাজনীতির সাথে ক্রিকেট মেশানোর চেষ্টায় ভারতের অনড় অবস্থানই যেন তাদের ‘বাধ্য’ করেছে।

ফাওয়াদ বলেন, ‘আমরা সব সময়ই চেয়েছি খেলাধুলা ও রাজনীতি আলাদা রাখতে। কিন্তু ভারতীয়রা চায়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তারা সেনা টুপি পরে ওয়ানডে খেলতে নেমেছে। এর বিরুদ্ধে আইসিসি কোনো ব্যবস্থা নেয়নি।’

তাই ফাওয়াদ মনে করেন, পাকিস্তানে আইপিএল সম্প্রচার না করাই উচিত তাদের। আর তাতে ভারত ক্ষতিগ্রস্ত হবে বলেও বিশ্বাস তার! ‘আমাদের মনে হয় আমরা যদি পাকিস্তানে আইপিএল সম্প্রচার না করি তাহলে ওরা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হবে।’

ভারতের বিপুল জনগোষ্ঠী তো আছেই, তার উপর খোদ আইপিএলের সমর্থকই বিশ্বজোড়া। বাংলাদেশসহ বিশ্বের ক্রিকেট খেলুড়ে ও ক্রিকেটপ্রেমী দেশগুলোতে আইপিএলের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিভিন্ন দেশের ক্রিকেটাররা গ্ল্যামারে ভরপুর এই টুর্নামেন্টে অংশ নেন বলে প্রায় সব দেশের দর্শকই বুঁদ থাকেন আইপিএলে। পাকিস্তানের কোনো ক্রিকেটার আইপিএলে নেই আগে থেকেই। ১৯৭ মিলিয়ন জনগোষ্ঠীর পাকিস্তানে আইপিএল সম্প্রচার না হলে টুর্নামেন্টটির সম্প্রচার বাবদ কতটুকুই আর ক্ষতি হবে, সেটিও এক প্রশ্ন বটে!

উল্লেখ্য, গত মাসে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪৪ জন ভারতীয় সেনা নিহত হন। এই হামলার জন্য প্রথম থেকেই পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। সেই ধারাবাহিকতায় সদ্য সমাপ্ত পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সম্প্রচার বন্ধ করে দেয় দেশটি। এরই প্রতিশোধ হিসেবে পাকিস্তানে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করল পাকিস্তান সরকার।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!