• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএলে ধারাভাষ্য দিতে গেলেন হাবিবুল


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ১৯, ২০১৯, ০৬:১০ পিএম
আইপিএলে ধারাভাষ্য দিতে গেলেন হাবিবুল

হাবিবুল বাশার। ফাইল ছবি

ঢাকা : এবারই প্রথম আইপিএলে ধারাভাষ্য দিয়েছেন আতাহার আলী খান। স্টার জলসা মুভিজে অশোক দিন্দা, গৌতম ভট্টাচার্য, দেবাশিষ দত্ত, মনোজ তিওয়ারিদের সঙ্গে বাংলায় ধারাভাষ্য দিয়েছেন। আইপিএল শুরুর সপ্তাহখানেক ধারাভাষ্য দিয়ে দেশে ফিরেছেন আতাহার।

এবার বাংলাদেশ থেকে আইপিএলে ধারাভাষ্য দিতে যাচ্ছেন সাবেক অধিনায়ক ও বর্তমানে নির্বাচক হাবিবুল বাশার। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরেই আইপিএলে ধারাভাষ্য দিতে ভারতে রওনা হয়েছেন তিনি।

বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। কিন্তু তাঁর আগে হাবিবুলকেই বলা হতো সবচেয়ে সফল অধিনায়ক। এখন তিনি কাজ করছেন বিসিবির নির্বাচক হিসেবে। দেশের পত্রপত্রিকা বা টেলিভিশনে দারুন বিশ্লেষণ করে থাকেন হাবিবুল।
 
তবে একটা টুর্নামেন্টে নিয়মিত ধারাভাষ্য দিতে যাচ্ছেন এই প্রথম।

ভারতে উড়ে যাওয়ার আগে হাবিবুল সংবাদমাধ্যমকে বলে গেলেন, ‘২০১৭ সালে ইমার্জিং কাপের ফাইনালে ধারাভাষ্য দিয়েছিলাম। তবে কোনো টুর্নামেন্টে ধারাবাহিক ধারাভাষ্য দেওয়ার অভিজ্ঞতা হবে এবারই প্রথম। আশা করি দারুণ এক অভিজ্ঞতাই হবে।’

আতাহারের মতো হাবিবুলকেও ধারাভাষ্য দিতে হবে বাংলায়। প্রচার হবে কলকাতার চ্যানেল ‘স্টার জলসা মুভিজে’। প্রত্যেকটা ম্যাচের ধারাভাষ্য সম্প্রচার হবে মুম্বাইয়ের স্টুডিও থেকে।

বিসিবির একজন নির্বাচক হয়ে অন্য কোনো টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়া কী সমীচিন হবে? হাবিবুল জানালেন কোনো সমস্যা হবে না, ‘আমি তো সেখানে শুধুই ধারাভাষ্য দিতে যাচ্ছি, বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে এটির কোনো সম্পর্ক নেই। এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’

সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/এইচএআর

Wordbridge School
Link copied!