• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইসিসির দেওয়া এই ক্যাপ পেয়ে রোমাঞ্চিত রোমানা


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৪, ২০১৯, ০৮:৩৯ পিএম
আইসিসির দেওয়া এই ক্যাপ পেয়ে রোমাঞ্চিত রোমানা

ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৮ সালে মেয়েদের আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বাংলাদেশের রুমানা আহমেদ। এই দলে থাকা সবাইকে স্মারক হিসেবে একটি করে ক্যাপ উপহার দিয়েছে আইসিসি। রোববার সেই ক্যাপটি হাতে পেয়েছেন রুমানা।

আইসিসির তরফ থেকে এমন একটি উপহার পেয়ে রোমাঞ্চিত বাংলাদেশের নারী দলের এই অলরাউন্ডার। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন,‘ অবশ্যই অনেক ভালো লাগছে আমার। অনেক খুশি আমি। বর্ষসেরা দলের সদস্য হলে আইসিসির পক্ষ থেকে একটা পুরস্কার দেওয়া হয়, জানতাম। তাই আইসিসির কাছ থেকে এই ক্যাপটা পাওয়ার জন্য বেশ উৎসুক হয়ে ছিলাম। পেয়েছি, অনেক ভালো লাগছে।’

২০১৮ সালে বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের জন্য ছিল স্বপ্নের বছর। ভারতকে হারিয়ে বাংলাদেশ দল জিতেছিল এশিয়া কাপ। টুর্নামেন্টে ছয় ম্যাচে ১০ উইকেট নেন রুমানা। বাংলাদেশের হয়ে একমাত্র হ্যাটট্রিকও রয়েছে রুমানার। গত বছর ২৪ টি-টোয়েন্টিতে ৩০ উইকেট আর ২২৯ রান করে বাংলাদেশের সেরা অলরাউন্ডার ছিলেন রুমানা।

২০১৯ সালে তিনি বাংলাদেশের নারী ক্রিকেট দলকে কোন অবস্থানে দেখতে চান? রুমানা বললেন,‘২০১৯ সালের বেশ কিছু সময় চলে গেছে ইতিমধ্যে। সত্যি বলতে কি, এই বছরে আন্তর্জাতিক ম্যাচ আমরা তেমন খেলিনি। আশা করব, এই বছরে যেন বেশ কয়েকটা আন্তর্জাতিক ম্যাচ ও সিরিজ খেলতে পারি। জাতীয় দলকে নিয়ে আমার বেশ কিছু স্বপ্ন আছে। সে স্বপ্নগুলো পূরণ করার জন্য আমাদের নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেলতে হবে। আশা করব, এই বছরে আরও কিছু আন্তর্জাতিক ম্যাচ ও সিরিজ খেলার। সে লক্ষ্যেই নিজেকে প্রস্তুত রাখছি সব সময়। ম্যাচ প্র্যাকটিস করে, ফিটনেস ঠিক রেখে।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!