• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আজ রিয়াল-বার্সা মহারণ


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৬, ২০১৯, ১১:৫৪ এএম
আজ রিয়াল-বার্সা মহারণ

ঢাকা: ফুটবলে রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা মুখোমুখি হলেই অন্য মাত্রা পেয়ে যায়। আজ এল ক্লাসিকোতে লিওনেল মেসি থাকবেন কি না নিশ্চিত নয়। আর ক্রিস্টিয়ানো রোনালদো তো গত বছরই রিয়াল ছেড়ে পাড়ি জমিয়েছে ইতালিতে। বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ন্যূ ক্যাম্পে মুখোমুখি হবে ক্লাব পর্যায়ের শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বী দল।

লা লিগার শেষ ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পায়ের চোটে পড়েছেন বার্সা তারকা মেসি। শনিবার ভ্যালেন্সিয়া ম্যাচের পর রোববার বিশ্রামে ছিলেন মেসি। বিশ্রাম শেষে সোমবার অনুশীলনেও আসেননি তিনি। দেখা করেননি সতীর্থদের সঙ্গেও। শেষ পর্যন্ত স্প্যানিশ কাপের সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে তিনি খেলবেন কিনা সেটাই দেখার অপেক্ষা।

উল্টোদিকে, রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর দ্বিতীয়বারের মতো বার্সার মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় বর্তমানে পয়েন্ট টেবিলে তৃতীয় অবস্থানে থাকা রিয়ালের সঙ্গে বার্সার পয়েন্ট ব্যবধান আট। এদিকে গত বছরের ২৮ অক্টোবর ন্যূ ক্যাম্পে শেষ এল ক্লাসিকোতে মেসিবিহীন বার্সেলোনা ৫-১ গোলে রোনালদোবিহীন রিয়াল মাদ্রিদকে পরাজিত করেছিল। আজ সেই ম্যাচই বার্সেলোনাকে অনুপ্রেরণা যোগাতে পারে।

তবে সে ম্যাচটি ছিল লা লিগায়। এবারের ম্যাচটি কোপা দেল রের সেমিফাইনাল। যেখানে বার্সা-রিয়াল পর পর দুটি এল ক্লাসিকোতে মুখোমুখি হবে। প্রথম লেগে আজ রাতে ন্যূ ক্যাম্পে কাতালান ক্লাবটির মুখোমুখি হতে হচ্ছে গ্যালেকটিকোদের। আর দ্বিতীয় লেগ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুয়েতে ২৭ ফেব্রুয়ারি আতিথেয়তা নিতে যাবে ভালভার্দের শিষ্যরা।

কোপা দেল রে টুর্নামেন্টে দু’দল পরস্পরের মুখোমুখি হয়েছিল ৩৩ বার। এর মধ্যে ১২ ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ১৪ ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৭টি ম্যাচ ড্র হয়েছে। ২০১৩-১৪ মৌসুমে কোপা দেল রের ফাইনালে সবশেষ দেখা হয়েছিল দু’দলের। সেদিন গ্যারেথ বেলের গোলে বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়ে শেষ কোপা দেল রের শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। কিন্তু এরপর টানা চারবার আর কাউকে এ শিরোপা ঘরে তুলতে দেয়নি বার্সেলোনা।

এখনো পর্যন্ত ২৩৮টি এল ক্লাসিকো ম্যাচে মুখোমুখি হয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ৯৫টি ম্যাচে রিয়াল মাদ্রিদ ও ৯৩টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। বাকি ৫০টি ম্যাচ হয়েছে ড্র। লা লিগায় ১৭৭টি ম্যাচে মুখোমুখি হয়ে ৭২টি ম্যাচে রিয়াল ও ৭১টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৩৪টি ম্যাচ। কোপা দেল রেতে ৩৩টি ম্যাচে মুখোমুখি হয়ে ১২টি ম্যাচে রিয়াল ও ১৪টি ম্যাচে বার্সেলোনা জয়ী হয়েছে। ড্র হয়েছে ৭টি ম্যাচ।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!