• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানদের বিপক্ষে আজ আমিনুলের জায়গায় রুবেল?


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৪:৩১ পিএম
আফগানদের বিপক্ষে আজ আমিনুলের জায়গায় রুবেল?

ঢাকা: আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় বামহাতে চোট পাওয়ায় তিনটি সেলাই পড়েছে দলের নতুন মুখ আমিনুল ইসলামের। লেগস্পিনার কাম মিডলঅর্ডার এই ব্যাটসম্যানকে সম্ভবত আজকের ম্যাচে বিশ্রামে রাখার চিন্তাই করছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজে আফগান ব্যাটসম্যানদের একটা দুর্বলতা পরিস্কার। স্পিনের চেয়ে পেসারদের বিপক্ষেই একটু বেশি নড়বড়ে তারা। চট্টগ্রামে নিজেদের শেষ ম্যাচে জিম্বাবুয়েও সেই প্রমাণই রেখেছে।

শুক্রবার রাতে আফগানিস্তানকে ৭ উইকেটে হারানো ম্যাচে জিম্বাবুয়ের পেসার ক্রিষ্টোফার এমপফু ৩০ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন। ঢাকাতেও  পেসার মোহাম্মদ সাইফউদ্দিন আফগানিস্তান ম্যাচে ক্যারিয়ার সেরা ৪ উইকেট পেয়েছিলেন।

শনিবারও সম্ভবত একাদশে বাড়তি পেসার নিয়েই নামছে বাংলাদেশও। আর সেটা হলে একাদশে ঢুকে যেতে পারেন রুবেল হোসেন। তাঁকে নিয়ে বাংলাদেশের পেসার দাঁড়াবে চারজন-মোস্তাফিজুর, সাইফউদ্দিন, রুবেল ও শফিউল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!