• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানদের হাত থেকে পাকিস্তানকে বাঁচালেন মালিক


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০১৮, ১২:১৮ পিএম
আফগানদের হাত থেকে পাকিস্তানকে বাঁচালেন মালিক

ঢাকা: গ্রুপ পর্বের দুই ম্যাচ শ্রীলঙ্কা-বাংলাদেশকে হারিয়েছিল আফগানিস্তান। সুপার ফোরের প্রথম ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল পাকিস্তানের বিপক্ষে। দু’দেশের মধ্যে বৈরি একটা সম্পর্ক চলছে। আবার এও ঠিক, শুরুর দিকে আফগানদের ক্রিকেটীয় ব্যাপারে সব ধরণে সহযোগিতা করেছে পাকিস্তান।

তাই আফগানিস্তান-পাকিস্তান ম্যাচটি অন্য মাত্রা পেয়েছিল। আফগানদের আগে ব্যাট করে ২৫০-এর গণ্ডি পেরোনো দেখে অনেকে ধরেই নিয়েছিলেন, শ্রীলঙ্কা-বাংলাদেশের পর পাকিস্তানও হয়তো আফগানদের শিকারে পরিণত হতে চলেছে। সেটি হতে দেননি পাকিস্তানের বহুদিনের পুরোনো সেনানি  শোয়েব মালিক। মুলত তিনিই ৩ বল বাকি থাকতেই পাকিস্তানকে ৩ উইকেটের গুরুত্বপূর্ণ এক জয় এনে দিয়েছেন।

তাই লড়াই করেও জিততে পারল না আফগানিস্তান। তাদের হারিয়ে ছন্দে ফিরল পাকিস্তান। সৌজন্যে অবশ্যই শোয়েব মালিকের ৪৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস।

এদিন আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলে আফগানিস্তান। অপরাজিত ৯৭ রান করেন হাশমাতুল্লাহ শাহিদি। জবাবে ৪৯.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান তোলে পাকিস্তান।

শেষ ৪ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৯ রান। ক্রিজে ছিলেন শোয়েব মালিক ও আসিফ আলি। তখনও দুই ওভার বাকি আফগানিস্তানের তারকা লেগস্পিনার রশিদ খানের। প্রত্যাশা মতোই ৪৭তম ওভারে আসিফ আলিকে (৭) ফিরিয়ে দেন রশিদ। ৪৯তম ওভারে তিনি ফিরিয়ে দেন মোহাম্মদ নওয়াজ়কে। যিনি ৪৮তম ওভারে মিডিয়াম পেসার আফতাব আলমকে লং অনের মাথার ওপর দিয়ে ছয় মারেন।

সেই ওভারেই ম্যাচের রং অনেকটা বদলে দেন নওয়াজ। শেষ ওভারে প্রয়োজন ছিল দশ রান। যা তৃতীয় বলের মধ্যেই তুলে নেন ম্যাচের নায়ক শোয়েব।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!