• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আবুধাবিতে প্রবেশের অনুমতি মিলেছে আটকেপড়া বাংলাদেশিদের


নিউজ ডেস্ক আগস্ট ২০, ২০২০, ০৯:৪৪ এএম
আবুধাবিতে প্রবেশের অনুমতি মিলেছে আটকেপড়া বাংলাদেশিদের

ঢাকা: আবুধাবি বিমান বন্দরে আটকে থাকা ২৯ বাংলাদেশীকে প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত কাস্টমস।

বুধবার ( ১৯ আগস্ট) দেশটির গণমাধ্যমে এ খবর প্রকাশ হয়েছে।

আটকে পড়া বাংলাদেশিদের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থা গালফ নিউজ বলছে, ওইসব বাংলাদেশি নাগরিকদের আরব আমিরাতের বৈধ ভিসা, কোভিড-১৯ পরীক্ষার নেগেটিভ রিপোর্ট এবং আইসিএ কর্তৃক আবারও সংযুক্ত আরব আমিরাতে প্রবেশের অনুমতিপত্র ছিলো। এসব থাকা সত্তেও মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে বিমান বন্দরে পৌঁছালে তাদের প্রবেশ আটকে দেয়।

গালফ নিউজে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর এ বিষয়ে বলেছেন, অভিবাসীদের সুস্থতার বিষয়ে তারা শুরু থেকেই গুরুত্ব দিয়েছেন। আনন্দের সংবাদ যে মঙ্গলবার আবুধাবি পৌঁছানো ২৯ বাংলাদেশি শেষ পর্যন্ত প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা বিমান বন্দরে পিসিআর রিপোর্ট পেয়েছে। সেখানেও তাদের নেগেটিভ রিপোর্ট আসে এবং পরে তাদের প্রবেশে অনুমতি দেয়।

জানা যায়, গত মার্চে বিভিন্ন কারণে এই অভিবাসীরা দেশে এসে করোনাভাইরাসের কারণে আর কর্মস্থলে ফিরতে পারেনি। এবার আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে পর্যায়ক্রমে কাজে ফিরছেন প্রবাসীরা।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!