• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইনিয়েস্তার আক্ষেপ


ক্রীড়া ডেস্ক  অক্টোবর ৪, ২০১৬, ১১:১৮ এএম
ইনিয়েস্তার আক্ষেপ

বেলাইদোস হয়ে থাকল বার্সেলোনার চরম হতাশার এক জায়গা। আগের মৌসুমে সেল্টা ভিগোর এই মাঠ থেকে ৪-১ গোলে হেরে ফিরেছিল কাতালান ক্লাবটি। এবার আরও বড় হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের। হারটা ৪-৩ গোলের হলেও প্রথমার্ধেই যে পিছিয়ে ছিল ৩-০ ব্যবধানে। এর সঙ্গে যোগ করুন আবার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে না পারার কষ্ট। সেটাই খুব করে পোড়াচ্ছে অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তাকে।

এইবারের সঙ্গে ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ ড্র করায় চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ তৈরি হয়েছিল বার্সেলোনার। কিন্তু হেরে যাওয়ায় সেই সুযোগটা করেছে হাতছাড়া। ম্যাচ শেষে তাই ইনিয়েস্তার আফসোস, ‘আমরা আমাদের সবটুকু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু পারিনি। খুবই লজ্জার বিষয় যে আমরা শীর্ষে উঠার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলাম না।’ প্রতিপক্ষের প্রশংসাও ঝড়ল তার মুখে, ‘আমাদের চেয়ে সেল্টা ভালো খেলেছে, ম্যাচের স্কোরলাইনও তাই বলছে। যদিও আমরা তাদের খেলার সুযোগ তৈরি করে দিয়েছিলাম।’

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!