• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়া জাতীয় দল চায় মরিনহোকে


স্পোর্টস ডেস্ক মে ১১, ২০১৬, ০২:২৯ পিএম
ইন্দোনেশিয়া জাতীয় দল চায় মরিনহোকে

ইন্দোনেশিয়া জাতীয় দলের কোচ হিসেবে হোসে মরিনহোকে চাচ্ছে ফুটবল অ্যাসোসিয়েশন অব ইন্দোনেশিয়া। দেশটির যুব ও ক্রীড়া মন্ত্রী ইমাম নাহরাউই জানান, মরিনহোকে প্রধান কোচ হিসেবে পেতে তারা আলোচনা করছেন।

বিশ্ব ফুটবলে ওপরের সারির কোচদের মধ্যে অন্যতম মরিনহো। স্পেশাল ওয়ান খ্যাত এ তারকা পোর্তো ও ইন্টার মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছেন। এছাড়া চেলসির হয়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ও রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা জিতেছেন।

ইমাম জানান, এই পর্তুগিজের ইন্দোনেশিয়ার কোচ হওয়ার ব্যাপারে আমারা বেতন নিয়ে আলোচনা করিনি। এ ব্যাপারে আমরা দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করবো। মরিনহো গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ারের দল চেলসির কোচ হিসেবে নিযুক্ত ছিলেন। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়েও তার অধীনে পরের মৌসুমে বাজে পারর্ফম করে ব্লুজরা। ফলে ক্লাব থেকে বহিষ্কৃত হন তিনি। পরে তার পরিবর্তে অন্তবর্তী কোচ হিসেবে গাস হিদিঙ্ককে কোচ হিসেবে নিযুক্ত করা হয়। সামনের মৌসুমেই চেলসির কোচ হিসেবে যোগ দেবেন ইতালির কোচ অ্যান্তোনিও কোন্তে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!