• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘এই ট্রফিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই’


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ৩, ২০১৮, ০৯:১৯ পিএম
‘এই ট্রফিটা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই’

ছবি: বাফুফের সৌজন্যে

ঢাকা: মারিয়া, আখিঁ, শামসুন্নাহাররা একের পর এক বাংলাদেশকে শিরোপা উপহার দিলেও ছেলেদের ফুটবলে সাফল্য পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে সেই আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের কিশোররা। শনিবার (৩ নভেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ফাইনালে পাকিস্তানকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ।

যে কোনও পর্যায়ে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতায় থাকে অন্যরকম উত্তেজনা। কারণ ১৯৭১ সালে এই পাকিস্তানের বিপক্ষে ৯ মাস যুদ্ধ করে ৩০ লাখ তাজা প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীনতা। তাই পাকিস্তানের বিপক্ষে যুদ্ধের অনুভূতি নিয়েই মাঠে নেমেছিল বাংলাদেশের কিশোররা। শেষ পর্যন্ত প্রাণপন লড়াই করে চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের দল। জয়ের খবর পেয়েই ছেলেদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

এবার সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চায় কিশোর ফুটবল দল। ম্যাচ শেষে বাংলাদেশ কিশোর ফুটবল দলের কোচ পারভেজ বাবু বলেছেন, ‘আমরা এই ট্রফিটা আমাদের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।’

তিনি বলেন, ‘আমরা শুরু থেকেই ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনা করে খেলেছি। শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। ‘আমি খেলোয়াড়দের ধন্যবাদ জানাই। তারা অনেক পরিশ্রম করেছে। আমার সঙ্গে যে কোচরা ছিলেন তারাও কষ্ট করেছেন।’

পারভেজ বাবু বলেন, ‘১৯৭১ সালে এই পাকিস্তানকে হারিয়ে আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী হয়েছি। এ ম্যাচের আগে ছেলেদের তা বলা হয়েছিল। আমার খেলোয়াড়রা যুদ্ধের অনুভূতি নিয়েই মাঠে নেমেছিল। তারা সে যুদ্ধে বিজয়ী হয়েছে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!