• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এই তিন পেসার মাতাবেন বিশ্বকাপ বলছেন ব্রেট লি


ক্রীড়া ডেস্ক মে ২৪, ২০১৯, ০৫:২৬ পিএম
এই তিন পেসার মাতাবেন বিশ্বকাপ বলছেন ব্রেট লি

ঢাকা : অস্ট্রেলিয়ার বিশ্বজয়ী অধিনায়ক স্টিভ ওয়াহ জানিয়েছেন, এবারের বিশ্বকাপে ৫০০ রানও দেখা যেতে পারে। ক্রিকেট বিশেষজ্ঞদের সবাই মোটামুটি একমত যে এবার ইংল্যান্ডে রান বন্যা হবে। তাই বোলারদের মূল দায়িত্ব হবে রান আটকানো। আর এ ক্ষেত্রে বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন ফাস্ট বোলারদেরই।

অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি’র মনে হচ্ছে, তিন জন ফাস্ট বোলার এ কাজটি দারুনভাবে করতে পারেন। তাঁর দৃষ্টিতে সবার আগে আছেন ভারতের জশপ্রীত বুমরাহ। javascript:প্রচণ্ড গতির সঙ্গে নিখুঁত ইয়র্কারে ওয়ানডেতে গত এক বছরের সেরা বোলার হয়ে উঠেছেন বুমরা। ভারতীয় পেসারের প্রশংসায় ব্রেট লি বলছেন, ‘কী অসাধারণ বোলার।’ ৪৯ ওয়ানডেতে ৮৫ উইকেট পাওয়া বুমরাহকে বেছে নেওয়ার কারণটা এক বাক্যে বলে দিয়েছেন লি, ‘ওর দারুণ রেকর্ড আছে, দুর্দান্ত ইয়র্কার আছে, আছে গতি।’

লি’র স্বদেশি মিচেল স্টার্ককেও রাখছেন সেরা তিনে। তিনি বলেন,‘মিচেল স্টার্ককে রাখতেই হবে। ওর এখনো সে দক্ষতা আছে। ও যখন নিজের গতিটা পায় তখন ওকে খেলা খুব কঠিন।’ ২০১৫ বিশ্বকাপে ১০ গড়ে ২২ উইকেট পাওয়া স্টার্ক তাই প্রতিপক্ষ দলগুলোর জন্য চিন্তার কারণ হবে বলে মনে করেন লি।

বুমরাহ ও স্টার্কের পর লি বেছে নিয়েছেন আরেক অস্ট্রেলিয়ান প্যাট কামিন্সকে। ২০১৯ সালে অস্ট্রেলিয়ার ঘুরে দাঁড়ানোর পেছনে রয়েছে ক্যামিন্সের অবদানই বেশি। লি’র মতে,‘ প্যাট কামিন্স: পেস, অ্যাকুরেসি, বৈচিত্র্য। ওর সব আছে, সব পারে।’ এখন দেখাই যাক, ব্রেট লি’র সেরা তিন পেসার বিশ্বকাপে কেমন করে!

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!