• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৬:২৬ পিএম
এক পরিবর্তন নিয়ে বোলিংয়ে বাংলাদেশ

ঢাকা: আগেই ফাইনালে পৌছে গেছে বাংলাদেশ ও আফগানিস্তান। তাই এ ম্যাচটি আনুষ্ঠানিকতার ম্যাচ। তবে আফগানিস্তানের বিপক্ষে কিছুতেই আরেকটি হার দেখতে রাজি নয় বাংলাদেশ। চট্টগ্রামে তাই কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা করছে না টাইগাররা।

তারপরও দলে একটি পরিবর্তন আনতে হয়েছে। সেটা আসলে বাধ্য হয়ে। গত ম্যাচেই অভিষেক হওয়া লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব আঙুলের চোটে এই ম্যাচে খেলতে পারছেন না। স্পিনার বিপ্লবের পরিবর্তে একজন বাড়তি ব্যাটসম্যান একাদশে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট। ঢুকেছেন হার্ডহিটিং ব্যাটসম্যান সাব্বির রহমান।

অপরদিকে আফগানিস্তান দলে এসেছে দুটি পরিবর্তন। ফজল নিয়াজাই এবং দৌলত জাদরান খেলছেন না। তাদের পরিবর্তে অভিষিক্ত নাভিন উল হক এবং করিম জানাত একাদশে এসেছেন।

এমন এক ম্যাচে টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অর্থাৎ আফগানিস্তান প্রথমে ব্যাটিং করবে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।

আফগানিস্তান একাদশ : হজরতউল্লাহ জাজাই, রহমতউল্লাহ গুরবাজ, শফিকুল্লাহ, আসগর আফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, গুলবাদিন নাইব, রশিদ খান (অধিনায়ক), করিম জানাত, নাভিন উল হক, মুজিব উর রহমান।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!