• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এক সঙ্গে কাজ করতে পারবেন সৌরভ-পন্টিং?


ক্রীড়া ডেস্ক মার্চ ১৯, ২০১৯, ০৪:৫৯ পিএম
এক সঙ্গে কাজ করতে পারবেন সৌরভ-পন্টিং?

ছবি: সংগৃহীত

ঢাকা: দু’জন মাঠে ছিলেন এক সময় তুমুল প্রতিদ্বন্দ্বী অধিনায়ক। মাঠের মধ্যে কেউ কাউকে এক বিন্দু ছাড় দিত না। সেই সৌরভ গাঙ্গুলী এবং রিকি পন্টিং এক সঙ্গে কাজ করছেন আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে।

পন্টিং হলেন দিল্লির কোচ। আর সৌরভ পরামর্শদাতা। এখন দু’জনের উদ্দেশ্য একটাই, দিল্লিকে আইপিএলে সাফল্য এনে দেওয়া। ২০০৮ থেকে ২০১৮, আইপিএল ইতিহাসে কখনো চ্যাম্পিয়ন হতে পারেনি দিল্লি ডেয়ারডভিলস। নাম পাল্টে কোচিং স্টাফ বদলে সাফল্যের খোঁজে তারা।

ক্রিকেটমহলে যদিও সংশয় রয়েছে পন্টিং-সৌরভের একসঙ্গে উপস্থিতি নিয়ে। দুই সাবেক তারকা কি একই লক্ষ্যে চালিত করতে পারবেন দিল্লিকে? বিশেষ করে অতীতে যখন দু’জনের সম্পর্কে কখনই উষ্ণতা ছিল না। সব চর্চাকে অবশ্য উড়িয়ে দিচ্ছেন পন্টিং।

দিল্লি ক্যাপিটালস কোচ সাফ বলেছেন, ‘সৌরভ আর আমার মধ্যে কখনই কোনও সমস্যা ছিল না। এখন পরামর্শদাতা হিসেবে তো ও একদম ঘনিষ্ঠ হয়ে উঠেছে। প্রথম প্র্যাকটিস সেশন থেকে সৌরভ দলের সঙ্গে রয়েছে। দলের সঙ্গে ঘোরাঘুরিও করবে। ওর ক্রিকেটজ্ঞান ও অভিজ্ঞতা আমাদের দারুণ কাজে আসবে। আমি তো সৌরভের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছি।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!