• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ

এক সঙ্গে হাওরে যাওয়া হলো না বাবা-ছেলের


ময়মনসিংহ প্রতিনিধি সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৩:২৯ পিএম
এক সঙ্গে হাওরে যাওয়া হলো না বাবা-ছেলের

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ: এক সঙ্গে হাওরে যাওয়া হলো না বাবা-ছেলের। ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পিকআপ-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নারীসহ আরো ১১ জন। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ডাংরি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার এমদাদুল মোকাম্মেল ফাহাদ (৩২) ও তাঁর ছেলে তুরান (৫)। আহত ব্যক্তিদের নান্দাইলে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ খবর নিশ্চিত করে নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, আজ সকালে জামালপুরের বকশীগঞ্জ থেকে একটি মাইক্রোবাসে করে দুই শিশু, নারীসহ ১৩ জন কিশোরগঞ্জের নিকলী হাওর ভ্রমণে যাচ্ছিল। এ সময় ময়মনসিংহের নান্দাইল উপজেলার ডাংরি নামক স্থানে মাইক্রোবাসটির সঙ্গে ময়মনসিংহগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার খবর পেয়ে নান্দাইল হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!