• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্নার ঝড়ে কলকাতাকে ১৮২ রানের চ্যালেঞ্জ হায়দরাবাদের


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৪, ২০১৯, ০৭:১০ পিএম
ওয়ার্নার ঝড়ে কলকাতাকে ১৮২ রানের চ্যালেঞ্জ হায়দরাবাদের

ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বাদশ আসরে নিজেদের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের প্রতি ১৮২ রানের চ্যালেঞ্জ ছুরে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আগে ব্যাট করে মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮১ রান সংগ্রহ করে বলিউড কিং শাহরুখ খানের দল।  

রোববার (২৪ মার্চ) কলকাতার ইডেন গাডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার ডেভিড ওয়ার্নার আর জনি বেয়ারেস্ট মিলে ১১৮ রানের জুটি গড়ে তোলেন। ৩৫ বলে ৩৯ রান করে আউট হন জনি বেয়ারেস্ট। ৩টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। এরপর মাঠে নেমে অবশ্য দ্রুত আউট হয়ে যান ইউসুফ পাঠান। ৪ বল মোকাবেলা করে তিনি করেন মাত্র ১ রান।

ইউসুফ পাঠানের আগেই অবশ্য আউট হন ডেভিড ওয়ার্নার। দলীয় ১৪৪ রানের মাথায় ৫৩ বলে ৮৫ রান করে বিদায় নেন তিনি আন্দ্রে রাসেলের বলে রবিন উথাপ্পার হাতে ক্যাচ দিয়ে। এরপর বিজয় শঙ্কর আর মানিস পান্ডে মিলে ইনিংসের বাকি পথ পাড়ি দেন। ২৪ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন বিজয় শঙ্কর। ২টি করে বাউন্ডারি এবং ছক্কার মার মারেন তিনি। ৫ বলে ৮ রানে অপরাজিত থাকেন মানিশ পান্ডে।

কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিক ৭জন বোলার ব্যবহার করেন। এরপর মধ্যে ২ উইকেট নেন আন্দ্রে রাসেল। ১ উইকেট নেন পিযুশ চাওলা।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!