• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন ২ পা হারানো আবসার আলী


জয়পুরহাট প্রতিনিধি জুন ২৭, ২০২০, ০৪:১২ পিএম
করোনা যুদ্ধে জয়ী হয়ে বাড়ি ফিরলেন ২ পা হারানো আবসার আলী

জয়পুরহাট: মনোবল আর সাহস থাকলে কোন বাধাই বাধা নয় দেখিয়ে দিলেন দুই পা হারানো প্রতিবন্ধী ৮০ বছরের বৃদ্ধ আবসার আলী। মহামারী করোনাভাইরাসে আক্রান্ত আবসার আলী অবশেষে করোনা যুদ্ধ জয়লাভ করে  সুস্থ হয়ে শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফিরে গেলেন। বাড়ি ফেরায় পরিবারের লোকজন সহ প্রতিবেশীরাও  আনন্দিত। 

জেলার পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের নিলতাপাড়া গ্রামে বসবাস করেন আবসার আলী (৮০)। বয়সের ভারে ন্যুয়ে পড়ার কথা থাকলেও এখনো গ্রাম থেকে গ্রামে, পাড়ায় মহল্লায় এমনকি হাটবাজারেও ছুটে চলেন দু’মুঠো খাবার সংগ্রহের জন্য। জীবিকার তাগিদে পথ চললেও কখনো মনোবল হারাননি। অদম্য সাহসী দুই পা হারানো প্রতিবন্ধী আবসার আলী বিভিন্ন স্থানে চলাফেরা করার  কারনে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য বিভাগ  জুন মাসের ১ তারিখে নমুনা সংগ্রহ করে। দু’দিন পরে খবর পাওয়া যায় আবসার আলীর করোনা পজেটিভ ।  তখন দিশেহারা হয়ে পড়া আবসার আলীকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার নাদিম সারোয়োরের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। ৪ জুন আক্কেলপুর উপজেলার অতিথি শালা নামে নামকরণ কৃত গোপিনাথপুরের  হেলথ এন্ড টেকনোলজি ইন্সটিটিউিটের  আইসোলেশনে নেয়া হয় আবসার আলীকে। 

চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে থাকা  দুই পা হারানো ৮০ বছরের বৃদ্ধ আবসার আলী করোনাকে জয় করে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন বলে জানান, ইন্সটিটিউটের অধ্যক্ষ রমজান আলী। সুস্থ হয়ে বাড়ি ফেরায় স্বজন সহ প্রতিবেশীরাও আনন্দিত। মনোবল আর সাহস দিয়ে করোনাকে জয় করেছেন বলে জানান, আবসার আলী।  অপরদিকে, জয়পুরহাট জেলায় শনিবার সকালে ঢাকা থেকে পাওয়া ৫১৭ জনের নমুনা পরীক্ষার  মধ্যে ৬৭ জন ও টিএিমএসএস থেকে পাওয়া ৬ জন সহ মোট ৭৩ জনের করোনা পজেটিভ বলে জানা গেছে। এ নিয়ে জেলা মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২৮ জনে।  এ পর্যন্ত  করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন  ১৮৭ জন।  সিভিল সার্জন ডা: সেলিম মিঞা  জানান, প্রথম থেকেই জয়পুরহাটে অধিক হারে করোনার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করায় বর্তমানে শনাক্তের হার কমে গেছে। এ ছাড়াও জেলায় করোনা সংক্রমনে কোন মৃত্যু নাই।   

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!