• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষুব্ধ বার্সা সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন পিকে


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৬, ২০১৯, ০৪:০০ পিএম
ক্ষুব্ধ বার্সা সমর্থকদের ধৈর্য্য ধরতে বললেন পিকে

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগে হতাশ করেই চলেছে বার্সেলোনা। মঙ্গলবার রাতে ঘরের মাঠে কাতালানদের বিবর্ণ পারফরম্যান্স সমর্থকদের ক্ষুব্ধ করে তুলেছে। ফলে সমর্থকদের রোষানলে পড়তে হয়েছে গোটা বার্সেলোনা দলকেই। মাঠ ছাড়ার সময় দুয়োধ্বনিও শুনতে হয়েছে। এই অবস্থায় বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে সমর্থকদের ধৈর্য্য ধরার আহবান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের ম্যাচে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে বার্সেলোনা। স্লাভিয়া প্রাহার মাঠ থেকে কোনওমতে জিতে এসে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে হারাল পয়েন্ট। এর ফলে সব প্রতিযোগিতা মিলে টানা দুই ম্যাচ জয়শূন্য রইল আর্নেস্তা ভালভার্দের শীর্ষ্যরা। গত শনিবার লা লিগায় লেভান্তের মাঠে তারা হেরেছিল ৩-১ ব্যবধানে।

দলের হতাশাজনক পারফরম্যান্সে দর্শক-সমর্থকদের প্রতিক্রিয়া স্বাভাবিক বলেই মানছেন পিকে। তবে একইসাথে তাদেরকে ধৈর্য্যশীল হবার অনুরোধ করেছেন তিনি,‘ আমি (তাদেরকে) কিছুটা ধৈর্য্য ধরতে বলব। আমি জানি, তাদের প্রত্যাশা অনেক। এটা আমরা বুঝি। তবে আমরাও একটা সমাধান বের করার জন্য কাজ করছি। সবারই নিজস্ব মতামত আছে। আমি এখানে অনেকটা সময় কাটিয়েছি এবং সমর্থকরা যখন ভালো কিছু আশা করে সেটা না পায়, তখন কিছুটা সমালোচনা হবেই।’

রিয়াল মাদ্রিদের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা। চার ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের গ্রুপেও শীর্ষে তারা। তবে পয়েন্ট টেবিলের অবস্থান ভালো থাকলেও নিজেদের পারফরম্যান্সে উন্নতির আরও অনেক জায়গা আছে বলে মনে করেন ৩২ বছর বয়সী এই ফুটবলার,‘ আমার মনে হয় আমরা ভালো অবস্থানে আছি। লা লিগায় এবং চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপে আমরা শীর্ষে। তবে আমরা আমাদের প্রত্যাশা অনুযায়ী ভালো খেলতে পারছি না। ফলাফলগুলো খারাপ নয়, তবে আরও ভালো হতে পারত। আমাদেরকে আরও উন্নতি করতে হবে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!