• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঘরোয়ার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বোঝালেন মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২৬, ২০১৯, ০৬:৪১ পিএম
ঘরোয়ার সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্য বোঝালেন মাশরাফি

ঢাকা : বিশ্বকাপ ঘনিয়ে আসছে। চারদিকে এ নিয়ে আলোচনা হচ্ছে। অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে কম বেশি এ নিয়ে কথা বলতে হচ্ছে। বিশ্বকাপে বাংলাদেশকে কে কে প্রতিনিধিত্ব করবে তা অনেকটাই পরিস্কার। সেখানে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই।

তবে দু-তিনটে জায়গা নিয়ে সংশয় রয়েই গেছে। সেখানে সুযোগ মিলতে পারে অনেকের। এবার ঢাকা লিগে প্রথম পাঁচ ম্যাচেই দুটি করে সেঞ্চুরি ও ফিফটিতে চারশর বেশি রান করেছেন ওপেনার সাইফ হাসান। গত বছর জাতীয় দলে ফিরেও ভালো না করায় বাদ পড়া এনামুল হক লিগে সেঞ্চুরি করেছেন টানা তিন ম্যাচে।

অনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে থাকা ফরহাদ রেজার পারফরম্যান্স নজর কাড়া। মঙ্গলবার মিরপুরে এক অনুষ্ঠানে এই ক্রিকেটারদের সম্ভাবনা-শঙ্কা নিয়েই জানতে চাওয়া হলো মাশরাফির কাছে। তিনি বললেন,‘ আসলে ঢাকা লিগ নিয়ে তেমন একটা ভাবনা নেই। কারণ অনেকবার আমি দেখেছি যে এখানে কেউ দিনের পর দিন সেঞ্চুরি করেও আন্তর্জাতিক ক্রিকেটে গিয়ে ধুঁকেছে। এখানে উইকেট বলেন, ক্রিকেটের ইন্টেন্ট বলেন, এগুলো তো আন্তর্জাতিক ক্রিকেটের কাছাকাছি নয়। এখানে অনেকে রান করে বা উইকেট পেয়ে ওখানে ভালো করতে পারে না।’

বিশ্বকাপে খেলতে হলে মানসিকতাই গুরুত্বপূর্ণ। মাশরাফি বলেন,‘ আমার কাছে মনে হয় মানসিকতা অনেক গুরুত্বপূর্ণ।

মানসিকভাবে প্রস্তুত কিনা এবং এটার সাথে সেই ক্রিকেটার নিজের খেলায় নির্দিষ্টভাবে কি করছে, সেটা গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বিশ্বকাপ পুরোপুরি মেন্টাল গেম। এই কে এক-দেড় মাসে মানসিকভাবে কতটা তৈরি হতে পারছে, সেটি গুরুত্বপূর্ণ।’

দল নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নন বলে এ নিয়ে কথা বলতে চাইলেন না মাশরাফি। শুধু এটুকু বললেন,‘ দল নির্বাচন আমার হাতে নেই। আগেও স্পষ্ট করেছি এখনও করছি।

কিন্তু যে ১৫ জনই আসুক না কেন, তারা পারফর্ম করে আসছে কিনা, সেটি বিষয় নয়। আমাদের মূল ফোকাস থাকবে আয়ারল্যান্ড সিরিজ এবং বিশ্বকাপে দল হিসেবে কেমন করছি, সেটি। আগেই বলেছি লিগে অনেক উইকেট পেয়েও আন্তর্জাতিক ক্রিকেটে আমরা ধুঁকেছি আগে এবং আমার মতো সিনিয়র ক্রিকেটার বা অন্য যারা আছে তারাও। আবার এখানে খারাপ করেও ওখানে গিয়ে ভালো করেছি। আকাশ-পাতাল ব্যবধান দুটি জায়গার মধ্যে।’

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!