• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছেন মেসি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৬, ২০১৯, ০৭:০৬ পিএম
চ্যাম্পিয়ন্স লিগে মাঠে নামছেন মেসি

ঢাকা: চোটে পড়ে লা লিগার শুরুর ম্যাচগুলো মিস করেছেন তিনি। মঙ্গলবার রাত থেকে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলা। তার আগে বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, এই ম্যাচ দিয়েই ফিরছেন মেসি।

এবারের চ্যাম্পিয়নস লিগের ‘এফ’ গ্রুপে বার্সার সঙ্গে রয়েছে ইতালিয়ান দল ইন্টার মিলান, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও চেক প্রজাতন্ত্রের স্রাভিয়া প্রাহা।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় নিজেদের প্রথম ম্যাচে বার্সার প্রতিপক্ষ ডর্টমুন্ড। এরই মধ্যে জার্মানি অবস্থান করছে স্প্যানিশ জায়ান্টরা।

গত ৫ আগস্ট বার্সার হয়ে অনুশীলনের সময় পায়ের পাতায় চোট পান পাঁচবারের ব্যালন ডি’ অর জয়ী মেসি। এই কারণেই এত দিন ছিলেন মাঠের বাইরে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কোচ আর্নেস্তো ভালভার্দেও জানিয়েছেন আর্জেন্টাইন মহাতারকাকে নিয়ে কোনও ধরনের ঝুঁকি নিতে চান না।

যদিও বার্সার অফিসিয়াল টুইটার পেজ থেকে সোমবার সন্ধ্যায় জানানো হয়েছে, ফিটনেস টেস্টে টিকেছেন মেসি। আর তাই বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে প্রথম ম্যাচের স্কোয়াডে থাকছেন ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!