• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জিম্বাবুয়ের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ২৫, ২০২০, ১১:৪৯ এএম
জিম্বাবুয়ের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের ঘ্রাণ পাচ্ছে বাংলাদেশ

ঢাকা :  ঢাকা টেস্টের চতুর্থ দিনের সকালে উইকেট পতন, ছক্কা, রান আউট এবং বৃষ্টির আশঙ্কা-সবকিছুরই দেখা মিলল। লাঞ্চে গেল জিম্বাবুয়ে ৫ উইকেটে ১১৪ রান তুলে। ইনিংস হার এড়াতে তখনো চাই তাদের ১৮২ রান। বাস্তবতা জানাচ্ছে ঢাকা টেস্টে বাংলাদেশের জয় এখন নেহাৎ সময়ের ব্যাপার। 

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) চতুর্থ দিনের সকালের সেশনে বাংলাদেশের অর্জন তিনটি উইকেট। দুটি উইকেট পেলেন স্পিনাররা। ৪৯ বলে দ্রুতগতির ৪৩ রান করে রান আউট হয়ে ফিরলেন জিম্বাবুয়ের অধিনায়ক শন আরভিন।

আকাশে মেঘের ছায়া দেখে সকালে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক বল তুলে দিলেন আবু জায়েদ রাহীর হাতে। শুরুর চার ওভারের তিনটিই মেডেন নিলেন রাহী। সকালে উইকেট শিকার শুরু হলো তাইজুলের স্পিনে। আগের দিনের নটআউট ব্যাটসম্যান কেভিন কাসুজা স্লিপে ক্যাচ দিলেন। মোহাম্মদ মিঠুন দ্বিতীয় স্লিপে ক্যাচটা হাতে রাখলেন। আগের দিনের বিকেলের সফল স্পিনার নাঈম হাসানকে চতুর্থদিনের সকালে একটু দেরিতে আক্রমণে আনলেন মুমিনুল। কিন্তু এদিনও উইকেট শিকার করতে মোটেও দেরি করলেন না নাঈম হাসান। দিনে নিজের প্রথম ওভারের পঞ্চম বলেই ফেরালেন ব্রেন্ডন টেলরকে। উইকেটে সেট হয়ে যাওয়ার পর ব্রেন্ডন টেলর একটু মেরেকেটে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। কিন্তু ছক্কা মারার জন্য নাঈমের ভুল বলকে বেছে ক্যাচ তুলে দিলেন টেলর।

৪৪ রানে ৪ উইকেট হারানো জিম্বাবুয়ের মিডলঅর্ডারের ভার সামলানোর দায়িত্বটা পড়ে অধিনায়ক ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ওপর। পঞ্চম উইকেট জুটিতে তারা যোগ করেন ৬০ রান। আরভিন বেশ ওয়ানডে স্টাইলে ব্যাট চালিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু সিঙ্গেল রান নেয়ার বড় একটা ঝুঁকি নিয়ে উইকেট হারান তিনি। মুমিনুলের সরাসরি থ্রোতে রান আউট হয়ে ফিরেন আরভিন।

লাঞ্চের আগে কাঁপতে থাকা জিম্বাবুয়ের সেটাই শেষ ক্ষতি।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!