• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ


বরিশাল ব্যুরো জানুয়ারি ১৫, ২০১৯, ০৭:৫১ পিএম
জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি জব্দ

বরিশাল : বরিশালে জেলি মেশানো চিংড়ি বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ করা হয়েছে জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি।

দণ্ডিত দুই মাছ ব্যবসায়ী হলেন- জাফর জমাদ্দার ও মিলন পাল। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপা ঘোষের নেতৃত্বে নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

জেলা মৎস্য দপ্তরর কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির অভিযোগ দীর্ঘদিনের। মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোডে অভিযান চালিয়ে ৪০ কেজি চিংড়ি জব্দ করে। এ সময় আটক দুই বিক্রেতা চিংড়িতে জেলি মেশানোর কথা স্বীকার করে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক দুই মাছ ব্যবসায়ীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। দণ্ড ঘোষণার পরপরই তাদের কারাগারে পাঠানো হয়েছে। অপরদিকে জেলি মেশানো চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!