• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ২২, ২০১৬, ০৩:০৪ পিএম
টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

সোনালীনিউজ ডেস্ক

ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। শুক্রবার বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
বাংলাদেশের একাদশে ফিরেছেন তামিম ইকবাল। সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছেন আরাফাত সানী ও তাসকিন অাহমেদ। আগের ম্যাচের একাদশে থেকে বাদ পড়েছেন মুক্তার আলী, মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসেন। 
দুই ম্যাচের বিশ্রাম কাটিয়ে জিম্বাবুয়ের একাদশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক এল্টন চিগুম্বুরা।
বর্তমানে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। স্বাগতিকরা আজ ম্যাচ জিতলে সিরিজও জিতবে। আর জিম্বাবুয়ে জিতলে সিরিজ ২-২ সমতায় শেষ হবে।
বাংলাদেশ দল:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, মাশরাফি বিন মুর্তজা, তাসকিন আহমেদ, আবু হায়দার রনি ও আরাফাত সানী।
জিম্বাবুয়ে দল:
এল্টন চিগুম্বুরা (অধিনায়ক), ভুসি সিবান্দা, ম্যালকম ওয়ালার, সিকান্দার রাজা, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি (উইকেটরক্ষক), পিটার মুর, গ্রায়েম ক্রেমার, টেন্দাই চিসোরা, লুক জংওয়ে, নেভিল মাদজিভা।
সোনালীনিউজ/আমা

Wordbridge School
Link copied!