• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর ভারতে


ক্রীড়া ডেস্ক আগস্ট ৮, ২০২০, ১০:১১ এএম
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগামী আসর ভারতে

ঢাকা : করোনাভাইরাস বদলে দিলো আইসিসির বৈশ্বিক আসরের সূচি। শুধু তাই নয়, দ্বিপাক্ষিক সিরিজগুলোও স্থগিত হয়েছে। সেসব মেলাতেও বেশ বেগ পেতে হচ্ছে বোর্ডগুলোকে। স্থগিত হয়ে যাওয়া ক্রিকেট সূচি নতুন করে সাজাতেই মূলত পরিবর্তন আনতে বাধ্য হয়েছে আইসিসি।

তবে পুরনো সূচি অনুযায়ী চলতি বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। এরপরের বছর ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা ভারতে তবে করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেছে কুড়ি ওভারের ক্রিকেটের জমজমাট দুটি আসর। 

শুক্রবার (৭ আগস্ট) ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে আইসিসির বোর্ড সভা। সেখানেই জানানো হয়েছে, অস্ট্রেলিয়া নয়, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হবে ভারতে। অন্যদিকে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া।

গত মাসে ভার্চুয়াল সভায় শুধু তারিখ জানিয়েছিল আইসিসি। তবে আয়োজক দেশের নাম নিশ্চিত করেনি ক্রিকেটের বিশ্ব সংস্থা। আজ সভায় আলোচনা হয়েছে সেসব বিষয় নিয়েই। টি-টোয়েন্টি বিশ্বকাপই কেবল নয়, এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ মার্চ-এপ্রিল থেকে পিছিয়ে দেওয়া হয়েছে অক্টোবর-নভেম্বরে। 

দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু বদলালেও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক ভারতই থাকছে। এছাড়া সিদ্ধান্ত এসেছে নারী ওয়ানডে বিশ্বকাপ নিয়েও। আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর নিউজিল্যান্ডে বসার কথা ছিল নারীদের ওয়ানডে বিশ্বকাপ। তবে আপাতত ২০২২ সালের আগে তা আর হচ্ছে না।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!