• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন প্রধান কোচ ডমিঙ্গো


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৯, ০৫:৩৩ পিএম
ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন প্রধান কোচ ডমিঙ্গো

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নিতে ঢাকায় পৌঁছেছেন টাইগারদের নতুন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। 

মঙ্গলবার (২০ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় ঢাকায় পৌঁছান তিনি। 

এর আগে ঢাকায় পৌঁছেছেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখেন এই সাবেক প্রোটিয়া পেসার।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় দেয়ার পর কোচ খুঁজছিল। তালিকায় অনেক হাই-প্রোফাইল কোচ থাকলেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গত শনিবার রাসেল ডোমিঙ্গোকেই হেড কোচ হিসেবে বেছে নিয়েছে বিসিবি। দুই বছরের চুক্তিতে হেড কোচের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই কোচ।

কোচদের আসার আগেই গতকাল সোমবার থেকে শুরু হয়েছে কন্ডিশনিং ক্যাম্প। যেখানে ৩৬ জনকে রাখা হয়েছে অনুশীলনের জন্য। তবে বুধবার থেকে ডমিঙ্গোর তত্ত্বাবধানে চলবে কন্ডিশনিং ক্যাম্প। আগামী সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের ব্যস্ত সূচি। এরপর জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ।

এর আগে বিশ্বকাপে হতাশাজনক পারফর্ম করায় বরখাস্ত হতে হয় হেড কোচ স্টিভ রোডসকে। এছাড়া চুক্তি নবায়ন করা হয়নি পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ ও স্পিন কোচ সুনীল জোশীকে। ভারতীয় স্পিন কোচ সুনীল জোশীর বদলে নিয়োগ দেওয়া হয়েছে কিউই সাবেক অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরিকে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!