• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তামিম-মুশফিকদের ‘ভয়’ তাড়াতে আসছে মনোবিদ


ক্রীড়া প্রতিবেদক মার্চ ১৮, ২০১৯, ০৭:৪৮ পিএম
তামিম-মুশফিকদের ‘ভয়’ তাড়াতে আসছে মনোবিদ

ছবি: সংগৃহীত

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে হামলা করে ৪৯ জন নিরীহ মুসলিমকে হত্যা করেছে উগ্র সেতাঙ্গ এক বন্দুকধারী। জুম্মার নামাজ আদায় করতে গিয়ে ভয়াবহ সেই হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছে সফরকারি বাংলাদেশ দলের ক্রিকেটাররা। তবে বর্বোরোচিত ঐ হামলার ট্রমা থেকে এখনো বেরুতে পারেনি তামিম-মুশফিকরা। ক্রিকেটারদের মনের মধ্যে জেঁকে বসা ভয় তাড়াতে মনোবিদ আনার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের ক্রিকেটারদের ক্রাইস্টচার্চ হামলা থেকে অল্পের জন্য বেঁচে নিরাপদে দেশে ফিরে আসা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ মিলাদ মাহফিলের আয়োজন করে বিসিবি। সোমবার (১৮ মার্চ) অনুষ্ঠিত সেই মিলাদ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান তামিম-মুশফিকদের জন্য মনোবিদ আনার কথা জানান।  

ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপে যেন ক্রিকেটারদের মনে ক্রাইস্টচার্চ হামলার প্রভাব না পরে। সেটি বিবেচনায় রেখেই বিসিবি সভাপতি জানান, বাংলাদেশ ক্রিকেটাররা যে মানসিক ধাক্কা খেয়েছেন, সেটি থেকে বের হওয়া ও বিশ্বকাপে ভালো করতে মনোবিদ আনার কথা ভাবছেন।

ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলার পর খেলোয়াড়েরা একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা নিয়ে পড়ে থাকার খুব বেশি সময়ও নেই। দেড় মাস পর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজ শেষ হলেই বিশ্বকাপ। নাজমুল হাসান বলেন, ‘আমরা এ রকম কিছু চিন্তা করছি। আমরা ওদের পর্যবেক্ষণে রেখেছি। শুধু এ কারণেই যে মনোবিদ আসবে, তা নয়। আমরা ঠিক করেছি যে, বিশ্বকাপ আছে সামনে, তার আগে একজন মনোবিদ এসে যদি ওদের সঙ্গে সময় কাটায়, দলের জন্যই ভালো। যদি কারও মনে হয় কারও বিশেষ কোনো সহায়তা দরকার, অবশ্যই তা করা হবে।’

মিলাদ মাহফিলে এসেছিলেন মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মুশফিকুর রহীমরা। সাকিব আল হাসান আসতে না পারলেও এসেছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি মুর্তজাও। মিলাদ শেষে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় নাজমুল হাসান বলেন, ‘ওরা ঠিকমতো ফিরে এসেছে, শুকরিয়া আদায়ে একটা দোয়া মাহফিল আয়োজন করা হলো। ক্রাইস্টচার্চে কত মুসলিম মারা গেছেন, ওখানে পাঁচজন বাংলাদেশিও আছেন, তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হলো। ক্রিকেটারদের মানসিক অবস্থা বোঝারও ব্যাপার ছিল। ভয়াবহ এক অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের। তবে আমার বিশ্বাস, ওরা দ্রুত মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারবে।’

বাংলাদেশ দলের পরবর্তী সফর আয়ারল্যান্ডে। ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় ওয়ানডে ‍টুর্নামেন্ট খেলতে ৩০ এপ্রিল দেশ ছাড়ার কথা ক্রিকেটারদের। এই সফরের আগে নিরাপত্তা পর্যবেক্ষক দল পাঠানোর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নাজমুল হাসান, ‘এ বিষয়ে আমরা এখনও চিন্তা-ভাবনা করিনি। এখন থেকে ক্রিকেট দল যে কোনও দেশে যাওয়ার আগে তাদের নিরাপত্তা পরিকল্পনা চাইবো। সেটা ঠিক মতো প্রয়োগ হচ্ছে কিনা তা দেখতে কাউকে পাঠানো হবে। তবে সিকিউরিটির লোকই যে পাঠানো হবে, তা নয়।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!