• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তীব্র সমালোচনার মুখে মেসিদের বার্সেলোনা


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৫, ২০২০, ০৬:৫১ পিএম
তীব্র সমালোচনার মুখে মেসিদের বার্সেলোনা

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে রেকর্ড ৮-২ গোলের ব্যবধানে হারের পর তীব্র সমালোচনার মুখে পড়েছে লিওনেল মেসিদের বার্সেলোনা।

১৯৪৬ সালের পর এই প্রথম কোনো ম্যাচে আট গোলের বড় ব্যবধানে হারল বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে নক-আউট পর্বের ইতিহাসে এত বড় ব্যবধানে আগে হারেনি কোনো দল।

লিসবনে শুক্রবার রাতে জার্মান চ্যাম্পিয়নদের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয় বার্সেলোনা। বায়ার্নর হয়ে জোড়া গোল করেন টমাস মুলার ও ফিলিপে কৌতিনিয়ো। বার্সেলোনার হয়ে লুইস সুয়ারেজ একমাত্র গোলটি করেন, অন্যটি আত্মঘাতী।

খেলা শেষে মুভিস্টারকে দেয়া সাক্ষাৎকারে হতাশা প্রকাশ করে বার্সেলোনার প্রেসিডেন্ট জোজেপ মারিয়া বার্তোমেউও বলেছেন, আমাদের জন্য এটা খুব কঠিন একটা রাত। বার্সা সমর্থক, সদস্য, খেলোয়াড় সকলের কাছে আমি দুঃখিত। যেভাবে হেরেছি এতটা বাজে দল আমরা নই, আমি খুবই বেদনাহত।

বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড পিকে সামনের পথচলায় অনেক পরবর্তনের প্রয়োজন দেখছেন। কাতালান ক্লাবটির প্রেসিডেন্টও তেমনি আভাসই দিলেন।

বার্সা প্রেসিডেন্ট বলেছেন, কিছু সিদ্ধান্ত আমরা ইতোমধ্যে নিয়ে রেখেছি, বাকিগুলো আগামী কয়েক দিনের মধ্যে নেয়া হবে। আগামী সপ্তাহ থেকে ঘোষণা আসতে থাকবে। সবকিছু শান্ত হওয়ার পর আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

সোনালীনিউজ/টিআই

Wordbridge School
Link copied!