• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দু’বছরের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০১৯, ০৯:৪০ এএম
দু’বছরের জন্য জিম্বাবুয়ের অধিনায়ক মাসাকাদজা

ছবি: সংগৃহীত

ঢাকা: ক্রিকেটর তিন ফরম্যাটে জিম্বাবুয়ের অধিনায়ক থাকছেন হ্যামিল্টন মাসাকাদজা। আগামী দু’বছরের জন্য তাকে দলের দায়িত্ব দিলো ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেটের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

গত বছর বাংলাদেশের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করে জিম্বাবুয়ে। ঐ সিরিজে জিম্বাবুয়েকে নেতৃত্ব দিয়েছেন মাসাকাদজা। তাই টেস্ট দলের অধিনায়ক হিসেবে তাকেই বহাল রাখে জিম্বাবুয়ে।

তবে ওয়ানডেতে এখনও জয়ের স্বাদ নিতে পারেননি মাসাকাদজা। ২০ ম্যাচে দলকে নেতৃত্ব দিয়ে জয়হীনই রয়েছেন তিনি। আর ১১টি টি-২০ ম্যাচে অধিনায়কত্ব করেন মাসাকাদজা। অধিনায়ক হিসেবে ৩টি জয় রয়েছে তার।

বাংলাদেশের বিপক্ষে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স করেছেন পিটার মুর। তার পারফরমেন্সের ভিত্তিতে মাসাকাদজার ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মুর।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!