• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ


ক্রীড়া ডেস্ক আগস্ট ৯, ২০১৬, ১০:১৫ এএম
দেশের মানুষের কাছে ক্ষমা চাইলেন ব্রাজিল কোচ

দক্ষিণ আফ্রিকার পর ইরাকের সঙ্গেও ড্র করা ব্রাজিলের খেলোয়াড়দের দুয়ে দিয়েছে সমর্থকরা। কাংক্ষিত ফল এনে দিতে না পারায় দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছেন অলিম্পিকের কোচ রজেরিও মিকালে।

ব্রাজিলিয়ার স্তাদে নাসিওনাল মানে গারিঞ্চা মাঠে আসা ৬০ হাজারেরও বেশি সমর্থককে হতাশ করে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে স্বাগতিক ব্রাজিল। ম্যাচ শেষে হতাশ ব্রাজিলের সমর্থকরা ‘ইরাক, ইরাক’ বলে স্লোগান দেয়। সমর্থকদের কষ্টটা বুঝতে পারছেন মিকালে। সমর্থকদের কাছে, ব্রাজিলের মানুষের কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিৎ।

দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো ইরাকের বিপক্ষেও অনেকটাই নিষ্প্রভ হয়ে ছিলেন ব্রাজিলের সেরা তারকা নেইমার। দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি মিকালে। আমরা আমাদের সেরা খেলাটা খেলিনি। আমাদের কাছে মনে হচ্ছে, আমরা সমর্থকদের হতাশ করেছি।

আগামী বৃহস্পতিবার গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে ২ পয়েন্ট পাওয়া ব্রাজিল। রোববার অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারিয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডেনমার্ক।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!