• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ধানের স্লিপ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক মৃত্যু


লালমনিরহাট প্রতিনিধি সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৪:০১ পিএম
ধানের স্লিপ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক মৃত্যু

লালমনিরহাট : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধানের স্লিপ দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় আব্দুর রহিম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো  তিন জন।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বাজারে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুর রহিম উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি গ্রামের মৃত তালেব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী জানান, কয়েকদিন আগে গোড়ল ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের কাছ থেকে সরকারি গুদামে ধান দেওয়ার জন্য স্লিপ চেয়ে ব্যর্থ হয় খালেকুজ্জামান । সেই স্লিপের জের ধরে আজ সকাল সাড়ে ১০ টায়  মফিজ উদ্দিন মেম্বারসহ তার ভাই আব্দুর রহিম লোহাকুচি বাজারে গেলে তাদের উপর আক্রমণ করে খালেকুজ্জামানের লোকজন। এসময় মফিজ মেম্বারের ভাই আব্দুর রহিম বাধা দিতে এগিয়ে এলে সবাই মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে আব্দুর রহিমকে কালীগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মো: সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খবর পেয়ে  আসামিদের ধরতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মামলার তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।  

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!