• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন সেরেনা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০১৯, ০২:৫৩ পিএম
নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন সেরেনা

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে থামানোই যাচ্ছে না। শুক্রবার (৬ সেপ্টেম্বর) তার কাছ থেকে দেখা মিলল পাওয়ার টেনিসের। ইউক্রেনের তারকা এলিনা সভিতোলিনাকে ৬-৩, ৬-১ সেটে উড়িয়ে দিয়েছেন সেরেনা। ফাইনালে সেরেনার মুখোমুখি হবেন কানাডার তরুণী বিয়াঙ্কা আন্দ্রিস্কু। আরেক সেমিতে সুইজারল্যান্ডের বেলিন্দা বেনচিচকে ৭-৬, ৭-৫ সেমিতে হারিয়েছেন আন্দ্রিস্কু।

ফাইনালে জিতলে ২৪টা গ্র্যান্ড স্লাম জেতা হয়ে যাবেন সেরেনা। ইতিহাসে এক মার্গারেট কোর্ট ছাড়া আর কোনো টেনিস তারকার এত গ্র্যান্ড স্লাম শিরোপা নেই। সেমিতে জিততে ৭০ মিনিট সময় নিয়েছেন সেরেনা। ইউএস ওপেনের ফাইনালে এই নিয়ে দশবার উঠলেন তিনি। ওপেন যুগে যে রেকর্ডটা আর কারোর নেই।

গত ২০ বছরে আরও ৩২ বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সেরেনা। আগামী আট তারিখে যে রেকর্ডটা বেড়ে দাঁড়াবে ৩৩–এ। এই ২০ বছরে মহিলা এককের মোট গ্র্যান্ড স্লাম শিরোপার ২৯ শতাংশই জিতেছেন তিনি।  এমন কীর্তি স্বয়ং রজার ফেদেরারেরও নেই।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!