• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুলিশের ভয়ে ছক্কা হাঁকানোর অভ্যাস ছেড়ে দেননি রোহিত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০১৮, ০৯:৪২ পিএম
পুলিশের ভয়ে ছক্কা হাঁকানোর অভ্যাস ছেড়ে দেননি রোহিত

ফাইল ছবি

ঢাকা: ছক্কার রাজা বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। দানবীয় সব ছক্কা হাঁকিয়ে সবার ওপরে অবস্থান করছেন তিনি। কিন্তু প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ছক্কার রেকর্ড আগেই গড়ে ফেলেছেন রোহিত শর্মা। টি-টোয়েন্টি ফরম্যাটে ৩ শতাধিক ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছেন তিনি। ওয়ানডেতেও কম কিসে রোহিত? সদ্য শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে দুই সেঞ্চুরিসহ একটি ফিফটি করেছন ভারতীয় এ ওপেনার।

ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুম্বইায়ে ছক্কার রেকর্ডও গড়েছেন। অবশ্য ছক্কা হাঁকানো অভ্যাসটা তার ছোট বেলা থেকেই। একবার ছক্কা হাঁকাতে গিয়ে পুলিশের বকুনিও খেতে হয়েছে ভারতীয় এই 'হিটম্যান' খ্যাত ব্যাটসম্যানকে। সম্প্রতি ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে ক্রিকেট নিয়ে ছেলেবেলার স্মৃতিচারণ করতেতে গিয়ে রোহিত বলেন, ‘একবার তো পুলিশ এসে আমাকে বকাবকি করেছিল। পুলিশ বলেছিল, আর একদিন যদি তুমি জানালার কাচ ভাঙো, তাহলে তোমাকে জেলে নেয়া হবে।’

ধমক খেলেও পুলিশের ভয়ে ছক্কা হাঁকানোর অভ্যাস ছেড়ে দেননি রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ছক্কার হাঁকানোর নানা রেকর্ড নিজের ঝুলিতে রেখেছেন ভারতীয় এ তারকা ক্রিকেটার। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ ছয়ে রয়েছেন তিনি। ১৮৭ ম্যাচে ২০২টি ছক্কা মেরেছেন রোহিত। ৩৯৮ ম্যাচে ৩৫১টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে রয়েছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!