• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পৃথ্বীকে হারিয়ে বিরাট ধাক্কা খেল কোহলির ভারত


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩০, ২০১৮, ০২:৫১ পিএম
পৃথ্বীকে হারিয়ে বিরাট ধাক্কা খেল কোহলির ভারত

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগেই বিরাট ধাক্কা খেল কোহলির ভারত। গোড়ালির চোটের জন্য প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন পৃথ্বী শ। সিডনিতে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে ফিল্ডিং করার সময় ক্যাচ নিতে গিয়ে চোট পেলেন তিনি।

আগামী বৃহস্পতিবার থেকে অ্যাডিলেডে শুরু প্রথম টেস্ট। সেই টেস্টে ওপেন করার কথা ছিল পৃথ্বীর। ১৯ বছর বয়সী ছিলেন দারুণ ছন্দেও। চলতি প্রস্তুতি ম্যাচেই করেছিলেন সাবলীল ৬৬। অস্ট্রেলিয়ায় ক্রিকেটমহলে তাঁকে নিয়ে বেশ আগ্রহ তৈরিও হয়েছিল। শচীন টেন্ডুলকারের সঙ্গে তুলনা চলছিল তাঁর।

শুক্রবার ম্যাক্স ব্রায়ান্টের তুলে মারা শট ধরার চেষ্টা করতে গিয়েই চোট পেলেন পৃথ্বী। শরীরের  ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে গিয়ে গোড়ালি মচকে যায় তাঁর। পৃথ্বী চেষ্টা করেছিলেন ক্যাচ ধরে যেন সীমানা টপকে না যান। আর সেই চেষ্টাতেই পড়ে যান তিনি। ভারতের ফিজিও প্যাট্রিক ফারহাত দৌড়ে আসেন। যন্ত্রণাকাতর পৃথ্বীকে নিয়ে আসা হয় মাঠের বাইরে। তারপর স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুপুরে ক্র্যাচের সাহায্যে মাঠে ফেরেন তিনি। তখনই ভারতীয় বোর্ড প্রথম টেস্টে তাঁকে না পাওয়ার কথা জানায়।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!