• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে রশিদ খানকে নিয়ে শঙ্কায় আফগানরা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২২, ২০১৯, ০৯:৪১ পিএম
ফাইনালে রশিদ খানকে নিয়ে শঙ্কায় আফগানরা

ঢাকা: ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আফগানিস্তান অধিনায়ক রশিদ খানের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই তারকা লেগ স্পিনারের মাঠে নামা নিয়ে সন্দিহান খোদ দলটির ম্যানেজার নাজিম জার আবদুর রহিম জাই। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। প্রাথমিক পর্বের প্রথম দেখায় আফগানদের কাছে হারলেও পরেরবার অধিনায়ক সাকিব আল হাসানের দৃঢ়তায় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ফলে আফগানিস্তানের কাছে টানা চার ম্যাচ হারের পর জয়ের স্বাদ নিয়েছে বাংলাদেশ দল।

আগের দিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রশিদ। এক পর্যায়ে মাঠ ছাড়েন খুঁড়িয়ে খুঁড়িয়ে। এরপর দলের প্রয়োজনে ফের মাঠে নামেন তিনি। অস্বস্তি নিয়ে বল করেও তুলে নেন ২টি গুরুত্বপূর্ণ উইকেট। জমে ওঠে ম্যাচ। তবে সাকিবের নৈপুণ্যের কাছে শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে।

প্রাথমিক পর্বের শেষ ম্যাচে রশিদ চোট নিয়ে খেললেও ফাইনালে তিনি থাকবেন কি না তা এখনই নিশ্চিত করতে পারছেন না টিম ম্যানেজার জাই। দলীয় অধিনায়কের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপরই সিদ্ধান্ত নেবেন তারা। সংবাদমাধ্যমকে জাই বলেছেন, ‘আমি বলতে পারছি না ফাইনালে তাকে (রশিদ) পাওয়া যাবে কি না। সে উন্নতি করছে। দেখা যাক কী হয়। আমরা (ফাইনালের আগে) দুই-তিনদিন সময় পাব তার সেরে ওঠার জন্য। আমি আশা করছি, এটা গুরুতর কিছু না কারণ সে আমাদের দলনেতা এবং সেরা খেলোয়াড়। আমরা আগামীকাল এবং পরের দিনও পর্যবেক্ষণ করব।’

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!