• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন ৩ ভারতীয় ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৯, ০৬:৫৯ পিএম
বঙ্গবন্ধু বিপিএলে খেলবেন ৩ ভারতীয় ক্রিকেটার

ঢাকা: চলতি বছরের বিপিএলে দেশের ১৮১ জন খেলোয়াড়ের নাম নিবন্ধন করা হয়েছে। এছাড়া বিদেশি কোটায় ড্রাফটে থাকছে ২১ দেশের মোট ৪৩৯ জন খেলোয়াড়ের নাম। তাতে আছে তিন ভারতীয় খেলোয়াড়ের নামও। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, দেশের বাইরের কোনো লীগে ভারতীয় ক্রিকেটাররা না খেললেও এবার বঙ্গবন্ধু বিপিএলে খেলার অনুমতি পেয়েছে তিনজন ভারতীয় ক্রিকেটার। তবে তারা কেউই তারকা ক্রিকেটার নন। প্লেয়ার ড্রাফটে অংশ নেওয়া ভারতীয় ক্রিকেটাররা হলেন- কুমার বোরেসা, মনপ্রীত গনি ও মনবিন্দর বিসলা।

এদের মধ্যে কুমার বোরেসা ২০১৩ সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের দলে ডাক পেয়েছিলেন। তবে খেলা হয়নি কোন ম্যাচ। মানপ্রিত গনি আইপিএলে চেন্নাই সুপার কিংস, ডেকান চার্জার্সের জার্সি গায়ে খেলেছেন। ২০০৮ সালে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল এই ক্রিকেটারের। এ বছরই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। মনবিন্দর বিসলা সাকিবের সতীর্থ হিসেবে কলকাতা নাইটা রাইডার্সের বেশ পরিচিত মুখ।

সোনালীনিউজ/আরআইবি/এমএএইচ

Wordbridge School
Link copied!