• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশের সামনে ফের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠার হাতছানি


ক্রীড়া প্রতিবেদক নভেম্বর ২১, ২০১৮, ০৮:২০ পিএম
বাংলাদেশের সামনে ফের সেরা র‌্যাঙ্কিংয়ে উঠার হাতছানি

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হারাতে পেলে একটা সুখবর পাবে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে দলগুলোর র‌্যাঙ্কিংয়ে সেরা আটে উঠবে সাকিব আল হাসানরা। অবশ্য এ বছরের মে মাসে প্রথমবারের মতো উঠে এসেছিল র‌্যাঙ্কিংয়ে আটে। সেই সুযোগ আবারও এসেছে বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজকে এই সিরিজে ১-০ ব্যবধানে হারাতে পারলে আবারও নয়ে নেমে যাওয়া বাংলাদেশের উন্নতি হবে এক ধাপ।

কদিন আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের কাছে সিলেট টেস্ট হারতে হয়েছিল বাংলাদেশকে। বৃহস্পতিবার (২২ নভেম্বর) থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে নিশ্চয় বাংলাদেশ দল সেটি মাথায় রাখবে। বাংলাদেশের সামনে এবার সুযোগ সেই হতাশা তো বটেই, ওয়েস্ট ইন্ডিজকেও পেছনে ফেলার। এই সিরিজটা হয়ে উঠবে র‌্যাঙ্কিংয়েও লড়াই। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান ৯ রেটিং পয়েন্টের। ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৭৬, বাংলাদেশের ৬৭। ১-০ ব্যবধানে সিরিজ জিতলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৭৩, ওয়েস্ট ইন্ডিজের ৭২। ২-০ ব্যবধানে জিতলে রেটিং পয়েন্ট হবে যথাক্রমে ৭৫ ও ৭১।

এর আগে এই উইন্ডিজকে টপকেই র‌্যাঙ্কিংয়ে আটে উঠেছিল বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে এটাই সাকিবদের সেরা র্যারঙ্কিং ছিল। পরে আবার নয়ে নেমে যায় বাংলাদেশ। বুধবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে উইন্ডিজ সিরিজে ভালো করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন সাকিব, ‘এই দুই দলের র‌্যাঙ্কিংয়ের অবস্থানটা খুব কাছাকাছি।

 তাই স্বাভাবিকভাবে ওরা যেমন ওদের নিজেদের মাটিতে ভালো করতে পেরেছে, আমাদেরও লক্ষ্য থাকবে আমরা ওই রকমই ভালো করব আমাদের মাটিতে।’

তবে এই সিরিজটা ১-১ হয়ে গেলে বাংলাদেশের এক ধাপ এগিয়ে যাওয়া হবে না। নয়েই থাকতে হবে। আর বাংলাদেশ যদি ০-২ ব্যবধানে সিরিজ হারে তাহলে উইন্ডিজের সঙ্গে ১৯ রেটিং পয়েন্টের ব্যবধান হবে।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!