• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাইডেনের রানিংমেট ভারতীয় বংশোদ্ভূত কমলা


আন্তর্জাতিক ডেস্ক  আগস্ট ১২, ২০২০, ০৯:২৯ এএম
বাইডেনের রানিংমেট ভারতীয় বংশোদ্ভূত কমলা

ঢাকা : ক্যালিফোর্নিয়ার সিনেটর কমলা হ্যারিসকে রানিংমেট (ভাইস প্রেসিডেন্ট) মনোনীত করেছেন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।

মঙ্গলবার (১১ আগস্ট) জো বাইডেন রানিংমেট হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করেন।

ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস এ ভূমিকায় দ্বিতীয় কৃষ্ণাঙ্গ নারী । অবশ্য কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদের জন্য প্রচারণা শুরু করেছিলেন।

ভাইস প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের নাম ঘোষণা করায় এক টুইট বার্তায় বাইডেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ভাইস প্রেসিডেন্ট পদের জন্য আমাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে তার সঙ্গে যোগ দিতে পেরে আমি সম্মানিত এবং তাকে আমাদের সর্বাধিনায়ক হওয়ার জন্য যা করতে হবে তা করার জন্য আমি সম্মানিত।

তিনি আরও লিখেছেন, জো বাইডেন মার্কিনিদের একসাথে করতে পারবেন কারণ তিনি আমাদের জন্য লড়াই করেই জীবন কাটিয়েছেন।

৫৫ বছর বয়সী কমলা হ্যারিসের বাবা কৃষ্ণাঙ্গ আমেরিকান ও মা ভারতীয়।

বিবিসির খবরে বলা হয়েছে, রানিংমেট হিসেবে কমলা হ্যারিসকে বেছে নেওয়ার পর সমর্থকদের উদ্দেশে জো বাইডেন বলেছেন, কমলা হ্যারিসকে আমার রানিংমেট হিসেবে বেছে নিয়েছি। আপনাদেরকে নিয়ে একসঙ্গে আমরা ডোনাল্ড ট্রাম্পকে হারাব।

সোনালীনিউজ/এএস

Wordbridge School
Link copied!