• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বার্সাকে জেতাতে পারলেন না মেসি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ৭, ২০১৯, ১০:০২ এএম
বার্সাকে জেতাতে পারলেন না মেসি

ঢাকা: এল ক্লাসিকোতে লিওনেল মেসির খেলা নিয়ে ঘোর সংশয় ছিল। কারণ চোটে ছিলেন বার্সেলোনার মহাতারকা। তবে সমর্থকদের মুখে হাসি ছড়িয়ে শেষ অবধি মেসি মাঠে নেমেছিলেন। কিন্তু বার্সাকে কাঙ্খিত জয় এনে দিতে পারেননি। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ১-১ গোল ড্র করে বার্সাকে মাঠ ছাড়তে হয়েছে।

মেসি মাঠে নেমেছিলেন দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে ফিলিপে কুতিনহোর বদলি হিসেবে। কিন্তু গোল করতে পারেননি। ম্যাচের শুরুতেই ১-০ গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা শেষদিকে ব্রাজিলিয়ান ম্যালকমের গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভাসকেজের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ভিনিসিয়ুসের বাড়ানো ক্রস নিয়ন্ত্রণে নেন করিম বেনজেমা। বেনজেমার বাড়ানো বল মাপা শটে জালে জড়ান ভাসকেজ। ১-০ গোলে পিছিয়ে পড়ে ঘুম ভাঙে স্বাগতিকদের।

বেশ কিছু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন সুয়ারেজ-ম্যালকম-কুতিনহোরা। উল্টো কাতালানদের রক্ষণে ভিনিসিয়ুস জুনিয়র-টনি ক্রুসদের আক্রমণ ভয় ধরিয়ে দিয়েছে বারবার। যদিও প্রথমার্ধে রিয়াল-বার্সার কেউই গোল করতে পারেনি।

৫৭ মিনিটে রিয়ালের দুর্বলতার সুযোগে বল জালে জড়ায় বার্সেলোনার ম্যালকম। জোরালো শটে বল জালে জড়ানোর চেষ্টা করেন লুইস সুয়ারেজ। পোস্টে লেগে বল চলে যায় ফাঁকায় থাকা ম্যালকমের কাছে। বার্সেলোনার এই মিডফিল্ডার বাঁ পায়ের শটে বল জালে জড়াতে ভুল করেননি।

জয় পেতে মরিয়া বার্সা ৬৩ মিনিটে ইভান রাকিটিচকে বসিয়ে ভিদালকে আর কুতিনহোর বদলি হিসেবে মাঠে ডাক পড়ে লিওনেল মেসির। তবে একসঙ্গে ভালভার্দের দুই পরিবর্তন শেষ পর্যন্ত কাজে আসেনি। রিয়াল-বার্সা ম্যাচটি তাই ১-১ গোলের সমতায় শেষ হয়েছে।


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!