• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিপিএল ড্রাফটে প্রথম ধাপে বিক্রি হলেন ১৪ ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৭, ২০১৯, ০৭:৪৫ পিএম
বিপিএল ড্রাফটে প্রথম ধাপে বিক্রি হলেন ১৪ ক্রিকেটার

ঢাকা: বঙ্গবন্ধু বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। এই ড্রাফটে অংশগ্রহণকারী ৭টি দলকে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে কে কার আগে খেলেয়োড় দলভুক্ত করার সুযোগ পাবেন। লটারিতেই নির্ধারিত হলো সবার আগে খেলোয়াড় ডাকার সুযোগ পাবে খুলনা। 

এরপর যথাক্রমে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, কুমিল্লা এবং সিলেট। প্রথম ধাপে আবার উপরোক্ত তালিকা রিভার্স হয়ে যাবে। অর্থাৎ সিলেট ডাকার সুযোগ পাবে সবার আগে। এরপর যথাক্রমে কুমিল্লা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা এবং খুলনা।

এদিকে, প্রথম ডাকেই খুলনা দলভুক্ত করে নিলো এ প্লাস ক্যাটাগরির মুশফিকুর রহীমকে। এরপর ঢাকা দলে নিলো এ প্লাস ক্যাটাগরির তামিম ইকবালকে। এ প্লাস ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে দলে নিলো চট্টগ্রাম।

সাতটি দল প্রথম দু’বারে দুই জন করে ক্রিকেটাকে দলভুক্ত করে নিলো।

নিচে তাদের তালিকা তুলে ধরা হলো: 

খুলনা : মুশফিকুর রহীম (এ +) , শফিউল ইসলাম (বি)।

ঢাকা : তামিম ইকবাল (এ +), এনামুল হক বিজয় (বি), 

রাজশাহী : লিটন দাস (এ), আফিফ হোসেন ধ্রুব (বি), 

চট্টগ্রাম : মাহমুদউল্লাহ রিয়াদ (এ +), ইমরুল কায়েস (এ)

রংপুর : মোস্তাফিজুর রহমান (এ), নাইম শেখ (সি)

কুমিল্লা : সৌম্য সরকার (এ), আল আমিন হোসেন সিনি. (সি)

সিলেট : মোসাদ্দেক হোসেন সৈকত (এ), মোহাম্মদ মিঠুন (এ)

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!