• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিশ্বকাপে সুযোগ না পেলেও জহুরুল-ফরহাদদের পুরস্কার দেবে বিসিবি


ক্রীড়া প্রতিবেদক এপ্রিল ২৫, ২০১৯, ০৮:৫০ পিএম
বিশ্বকাপে সুযোগ না পেলেও জহুরুল-ফরহাদদের পুরস্কার দেবে বিসিবি

ফাইল ছবি

ঢাকা: ঘরোয়া ঢাকা প্রিমিয়ার লিগ শেষ। এখন ক্রিকেটারদের সামনে অফুরন্ত অবসর। জাতীয় লিগ শুরু হতেও অনেক সময় বাকি। তাহলে প্রিমিয়ারে ভালো খেলার ক্রিকেটাররা বসে থাকবেন?

এবার ঢাকা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ রান করেছেন সাইফ হাসান। প্রাইম দোলেশ্বরের ২০ বছর বয়সী ব্যাটসম্যান ১৬ ম্যাচে ৬২.৬১ গড়ে ৩ সেঞ্চুরি আর ৪ ফিফটিতে করেছেন ৮১৪ রান। চমকে দিয়েছেন দুইয়ে থাকা মোহাম্মদ নাঈমও। লিজেন্ডস অব রূপগঞ্জের ১৯ বছর বয়সী ওপেনার ১৬ ম্যাচে ৫৩.৮০ গড়ে ৩ সেঞ্চুরি আর ৫ ফিফটিতে করেছেন ৮০৭ রান।

দুই তরুণ ব্যাটসম্যান যে দুর্দান্ত খেললেন লিগজুড়ে, তাঁদের পুরস্কার কী? শুধুই তরুণেরা ভালো খেলেছেন? অভিজ্ঞরাও জ্বলে উঠেছেন সমান তালে। রকিবুল হাসান ১৬ ম্যাচে করেছেন ৭৮১, জহুরুল ইসলাম এক ম্যাচ কম খেলে ৭৩৫ রান। বোলিংয়ে ৩৫ উইকেট নিয়ে সবার ওপরে থাকা ফরহাদ রেজার পারফরম্যান্সকে কীভাবে মূল্যায়ন করা হবে?

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাদেরও পুরস্কার রয়েছে। প্রিমিয়ারে ভালো ক্রিকেটারদের দুই ভাগে ভাগ করা হবে। যাঁদের বয়স ২৩-এর মধ্যে তাঁরা যাবে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) প্রোগ্রামে। এইচপি প্রোগ্রাম শুরু ১৭ মে থেকে। আর যাঁদের বয়স ২৩-এর বেশি, তাঁদের নিয়ে আরেকটি দল হবে, যাঁরা প্রস্তুতি নেবে ‘এ’ দলের হয়ে সিরিজ খেলতে। থমকে যাওয়া বাংলাদেশ ‘এ’ দল মাঠে নামবে আগস্টে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে। এর মধ্যে শ্রীলঙ্কায় যাবে এইচপি দল।

মিনহাজুল বললেন, ‘লিগে যারা ভালো করছে কাউকে উপেক্ষা করা হবে না। তরুণ ক্রিকেটারদের নিয়ে ইমার্জিং কাপের দল করব। অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়েরা থাকবে এইচপির আওতায়। বাকিদের নিয়ে হবে আরেকটি দল। প্রথম শ্রেণির ম্যাচ, ৫০ ওভার ও টি-টোয়েন্টি-সংস্করণভেদে দল করা হবে। ২৮ এপ্রিলের মধ্যে দিয়ে দেব সব দল।’

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!