• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রাজিলিয়ান তরুণের হ্যাটট্রিকে বিশাল জয় পেল রিয়াল


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০১৯, ০২:০৯ পিএম
ব্রাজিলিয়ান তরুণের হ্যাটট্রিকে বিশাল জয় পেল রিয়াল

ঢাকা: চ্যাম্পিয়ন্স লিগে ব্রাজিলিয়ান তরুণের হ্যাটট্রিকে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ২০১৮ সালে ব্রাজিলের দল সান্তোস এফসি থেকে ৫২ মিলিয়ন ডলারে রদ্রিগোকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। প্রায় একবছর বেঞ্চ গরম করলেও চলতি মৌসুমে জিনেদিন জিদান ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে খেলানোর সিদ্ধান্ত নেন।

২০১৯-২০ মৌসুমে এডেন হ্যাজার্ড ও লুকা জোভিচদের মতো তারকাদের ভিড়ে নিজেকে তুলে ধরার চেষ্টায় সফল হয়েছেন এই তরুণ। উয়েফা চ্যাম্পিয়নস লিগে গালাতাসারেইর বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এদিন হ্যাটট্রিক করেছেন ২০০১ সালে সাওপাওলোতে জন্ম নেয়া রদ্রিগো।

বুধবার সান্তিয়াগো বার্নাব্যুয়ে শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের চার মিনিটেই দলকে এগিয়ে দেন মূল একাদশের রাইট উইংয়ে খেলতে নামা রদ্রিগো।

তিন মিনিট পর আবারও গোল। এবার ব্যবধান দ্বিগুণ করেন সেই রদ্রিগো। ম্যাচের ১৪তম মিনিটে পেনাল্টি শটে স্কোরলাইন ৩-০ করেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস।

বিরতিতে যাবার আগে করিম বেনজেমার গোলে প্রতিপক্ষের জালে এক হালি গোল দেয় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও একইভাবে চাপ ধরে রেখে ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পান ফ্রেঞ্চ স্ট্রাইকার বেনজেমা। অতিরিক্ত সময় হ্যাটট্রিক পূরণ করে নেন তরুণ রদ্রিগো।

‘এ’ গ্রুপের আরেক ম্যাচে ব্রুজের বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছে পিএসজি। অন্যদিকে ‘বি’ গ্রুপে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে বায়ার্ন। এছাড়া রেডস্টারের বিপক্ষে  ৪-০ গোলে জয় পেয়েছে টটেনহ্যাম হটসপার।  

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!